www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নেই

নেই কোন মিষ্টভাষী ও তার দেওয়া অনুভুতি,
রয়েছে একাকিত্বের যন্ত্রনা।
আছে কিছু বেদনা ও বেদনাবহুল স্মৃতি,
যা মিলে কিছু সুরের গুঞ্জনা।

নেই আজ পাহাড় ও ভূমির মিথ্যে সহানুভূতি,
ঢেউহীন সাগরের ঢেউ।
আছে কিছু পথিক ও তাদের পথভোলা অনুভুতি,
যাদের রাখেনা মনে কেউ।

নেই আজ কেউ নেই তাদের স্মৃতি,
পুরনো সব খেলা।
আছে কাগজে মোড়ানো কিছু পাতা ও লিখা কিছু গীতি,
যাতে নেই অস্তিত্বের ভেলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/১২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব ভালো লাগলো।
  • চমৎকার কাব্য।
  • হাসান কাবীর ২২/১২/২০১৫
    সুন্দর।
  • মাহাবুব ২২/১২/২০১৫
    ভালো লাগলো কবি।
 
Quantcast