“মানবরূপী চিল”
স্বপ্নগুলো উড়ে গেল স্বপ্নডানা মেলে,
ইচ্ছেগুলো ভেসে গেল অচীনপুরের বিলে।
কেউ জানেনা, কেউ জানেনা জ্বলছে সে চোখ জলে,
শিকার ধরতে ওৎ পেতেছে মানুষরূপী চিলে।
কেউ জানেনা , কেউ জানেনা কি হবে সব গেলে,
ধ্বংশ সবই ধ্বংশ হবে সম্বল টুকু নিলে।
খোঁজ পেলে যে স্বপ্নটুকুও আস্ত খাবে গিলে,
শিকার ধরতে ওৎ পেতেছে মানুষরূপী চিলে।
ইচ্ছেগুলো ভেসে গেল অচীনপুরের বিলে।
কেউ জানেনা, কেউ জানেনা জ্বলছে সে চোখ জলে,
শিকার ধরতে ওৎ পেতেছে মানুষরূপী চিলে।
কেউ জানেনা , কেউ জানেনা কি হবে সব গেলে,
ধ্বংশ সবই ধ্বংশ হবে সম্বল টুকু নিলে।
খোঁজ পেলে যে স্বপ্নটুকুও আস্ত খাবে গিলে,
শিকার ধরতে ওৎ পেতেছে মানুষরূপী চিলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ১৮/১২/২০১৫বরাবরের মত ভাল।
-
জুনায়েদ বি রাহমান ১৭/১২/২০১৫ভালো হয়েছে।
-
জে এস সাব্বির ১৭/১২/২০১৫ভাল লিখেন আপনি ।তবে টপিক গুলা ব্যতিক্রম ধর্মী কিছু আনতে চেষ্টা করবেন ।
ভাল লাগা রইল । -
হাসান কাবীর ১৬/১২/২০১৫ক্রমেই পরিনত, সুন্দর হচ্ছে।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৫/১২/২০১৫খুব সুন্দর