ঘুম
ঘুমের রাজ্যে ঘুমিয়ে আমি স্বপ্ন মেলার মাঝে,
কি যে দেখি স্বপ্নে আমি সবই লাগে বাজে।
ঘুমিয়েছিলাম রাতে আর স্বপ্ন দেখি বিকাল-সাঁঝে,
আদৌ কি স্বপ্নগুলো লাগবে কোন কাজে?
শুনেছি ভোররাতে দেখলে স্বপ্ন হয় নাকি সব সত্যি,
চাই তবে আমি ফুলের বাগান আর এক উজ্জ্বল জ্যোতি।
যদিও নেই বিশ্বাস আজগুবি কথার প্রতি,
তবুও হয় যদি পাওয়া স্বপ্ন সত্যি, হয়না খুব ক্ষতি।
ঘুমের রাজ্যে ঘুমিয়ে আমি স্বপ্ন রাশি রাশি,
এতো স্বপ্ন দেখলে পরে লাগবে সবই বাসি।
ঘুম থেকে উঠব আমি দেখব রাতজাগা শশী,
আবার ঘুমাবো শুনে সেই পুরনো গান,
আবার দেখব স্বপ্ন আমি যখন হবে গভীর নিশি।
কি যে দেখি স্বপ্নে আমি সবই লাগে বাজে।
ঘুমিয়েছিলাম রাতে আর স্বপ্ন দেখি বিকাল-সাঁঝে,
আদৌ কি স্বপ্নগুলো লাগবে কোন কাজে?
শুনেছি ভোররাতে দেখলে স্বপ্ন হয় নাকি সব সত্যি,
চাই তবে আমি ফুলের বাগান আর এক উজ্জ্বল জ্যোতি।
যদিও নেই বিশ্বাস আজগুবি কথার প্রতি,
তবুও হয় যদি পাওয়া স্বপ্ন সত্যি, হয়না খুব ক্ষতি।
ঘুমের রাজ্যে ঘুমিয়ে আমি স্বপ্ন রাশি রাশি,
এতো স্বপ্ন দেখলে পরে লাগবে সবই বাসি।
ঘুম থেকে উঠব আমি দেখব রাতজাগা শশী,
আবার ঘুমাবো শুনে সেই পুরনো গান,
আবার দেখব স্বপ্ন আমি যখন হবে গভীর নিশি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৫/১২/২০১৫অসাধারণ
-
নির্ঝর ১৫/১২/২০১৫দারুন
-
সাইফুল ইসলাম (bdlooks24.com) ১৫/১২/২০১৫So Nice.
-
জুনায়েদ বি রাহমান ১৪/১২/২০১৫ভালো। তবে আরো ভালো কিছু চাই।
-
হাসান কাবীর ১৪/১২/২০১৫ভালো হয়েছে, বিষয় বস্তু ঠিক রেখে আবার দেখুনতো আরো ভালো হয় কিনা।
-
মোবারক হোসেন ১৪/১২/২০১৫যাই হোক কথাগুলো সুন্দর।ধন্যবাদ কবিকে।
-
দেবব্রত সান্যাল ১৪/১২/২০১৫কবিতার ছন্দ আর মাত্রার উন্নতি প্রয়োজন।