ইসরাত রিতুল
ইসরাত রিতুল-এর ব্লগ
-
নেই কোন মিষ্টভাষী ও তার দেওয়া অনুভুতি,
রয়েছে একাকিত্বের যন্ত্রনা।
আছে কিছু বেদনা ও বেদনাবহুল স্মৃতি,
যা মিলে কিছু সুরের গুঞ্জনা। [বিস্তারিত] -
স্বপ্নগুলো উড়ে গেল স্বপ্নডানা মেলে,
ইচ্ছেগুলো ভেসে গেল অচীনপুরের বিলে।
কেউ জানেনা, কেউ জানেনা জ্বলছে সে চোখ জলে,
শিকার ধরতে ওৎ পেতেছে মানুষরূপী চিলে। [বিস্তারিত] -
ঘুমের রাজ্যে ঘুমিয়ে আমি স্বপ্ন মেলার মাঝে,
কি যে দেখি স্বপ্নে আমি সবই লাগে বাজে।
ঘুমিয়েছিলাম রাতে আর স্বপ্ন দেখি বিকাল-সাঁঝে,
আদৌ কি স্বপ্নগুলো লাগবে কোন কাজে? [বিস্তারিত] -
ফিরবেনা আর ঐ দূষিত স্মৃতির পাতায় কথিত নীলাঞ্জণা।
থাকবেনা রাতজাগা হৃদয়ের বরবর সেই যন্ত্রণা।
স্বপ্ন ছিল ক্ষুদ্র, ঘুম ছিল অনেক খানি গভীর।
ঘুম ভেঙেছে তাই থাকবেনা ঐ হৃদয়ের কুড়েঘরে কোন মানুষের ভিড়। [বিস্তারিত] -
দিন শেষে আজ ফের উদাস আমি,
ক্লান্ত পথে রাতজাগা সুখ।
একলা পথে প্রায়ই হাটি আর থামি,
খুঁজতে কল্পনার চেনা-অচেনা মুখ। [বিস্তারিত]