www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গ্রামের মেঠো পথে

যেখানে আমার জন্ম। একেবারে অসহায় অবস্থা থেকে ধীরে ধীরে কৈশোর পেরিয়ে যৌবনের দিকে বড় হয়ে ওঠা। সেই যায়গায় যাওয়ার কথা উঠলেই বুকের মধ্যে কেমন যেন চিনচিনে ভাবের সৃষ্টি হয়। শত ব্যস্ততার মাঝেও ছুটে যাই তীর্থ স্থানের দিকে যাত্রার মত। কেননা সেখানেই আমার শিকড় পোতা। মাঝে মাঝে মানুষকে অম্ভুদ উদ্ভিদ বলে মনে হয়। এক যাযগায় শিকড় গেড়ে রেখে সারা বিশ্বময় দাপিয়ে বেড়ায়। সাথে সাথেই আবার বুকের খাচার ভিতর লুকিয়ে থাকা প্রাণিজ স্বত্মাটি ব্যঙ্গ করে ওঠে। হায়রে কি নির্বোধেরে আমি বয়ে বেড়াই। যে কিনা উদ্ভিদ আর প্রাণির পার্থ্ক্যও ভালো করে বোঝে না। সাথে সাথে আবার মানবিক বোধটি প্রতিবাদি হয়ে ওঠে। আরে বাবা উদ্ভিদের সাথে প্রাণির তুলনা । একজন প্পৃথিবীকে বাচায় আর একজন প্রতিনিয়ত ধ্বংস করে বেড়ায়।

এই ভাবনাকে বুকে লালন করে গ্রীষ্মের এক সোনা ঝরা সকালে বাস যোগে বেড় হলাম শিকড়ের গোড়ায় মিলিত হয়ে জীবনের গতিবেগ একটু হলেও বাড়িয়ে নিতে। বাসের সিটে বসে বাইরের রোদটাকে অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন মুঠো মুঠো করে ধরে এনে হীরার মত জ্বলজ্বলে রোদগুলোকে বাক্সবন্দী করা যাবে। যা দেখে কবিগুরু বলতেন, অপলক নয়নে তাকিয়ে থেকে যেন জানার মাঝে অজানারে পাওয়ার এক স্বর্গীয় শক্তি অনুভব করছিলুম। তবে সম্পূর্ণ বিপরিত ভাবের জন্ম হল যখন বাস থেকে নামা হল। এ যেন লেজার গানের গুলি বৃষ্টি এসে আমাকে ঝাঝড়া করে দিচ্ছে। লেজার গানের গুলি বৃষ্টির রক্ত চক্ষুকে হেলায় উপেক্ষা করে রিকশাযোগে রওনা হলাম গ্রমের মেঠো পথে।

পথ চলতে চলতে নিজেকে চিড়িয়াখানার মানুষ ভাবতে কিন্তু বেশ ভালোই লাগছিল। নিজের অবর্তমানে বেড়ে ওঠা গ্রামের কচি কাচার দল তাকিযে তাকিয়ে তাদের চেনা চেহাড়াগুলোর সাথে মিলিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা করছিল । কিন্তু না তাদের এবং আমার পূর্ব ও এ জন্মে যে দেখা হয়নি সে ব্যপারে মোটামোটি নিশ্চিত হয়ে শুধু তাকিয়ে থাকা ছাড়া কোন কাজ পাচ্ছিল না । যদিও এ বয়সের শিশুদের খুব বেশি একটা কাজ থাকে না ।
আর অবাক হচ্ছিলাম সেই সব চাচি,খালা , ভাবি;বুবু, ফুপু (গ্রাম্য) দের পালিয়ে যাওয়া দেখে। যারা এক সময় দেখলেই কোলে টেনে নিতো । তখন অবশ্য নিজেকে বেশ বড় মনে হচ্ছিল। তবে কষ্ট পাচ্ছিলাম তাদের আদর না পাওয়ার তাড়নায। যদিও সে কষ্ট মুছে গিয়েছিল তাদের আপ‌্যায়নের প্রতিযোগিতায়।

বিকেলে গ্রাম দেখতে বের হয়ে আবার দ্বন্দ্বে পতিত হলাম। আসলেই গ্রাম কি মুন্দর। নাকি শহরের ইট পাথরের খাচায বন্দী থেকে নদীর ওপারের সবুজ ঘাসের গ্রামের প্রতি সুন্দরের ধাধা । গ্রামের গোবর মাখা কাদা ও নি:শব্দহীন ভৌতিক পরিবেশ আমার এ ভাবনায ইন্ধন যোগাচ্ছিল বেশ আনন্দের সাথে। আর কাজহীন ঘুমিয়ে কাটানো রাত আমার সাথে বেশ ব্যঙ্গ করছিল। বেশ তো আমাকে ফাকি দিয়ে চলো। এখন দেখো মজা । আজ তোমাকে সারা রাত জ্বালাব আমার নিজের মত করে । কিন্তু রাত আমার সাথে পারেনি। বরং আমি রাতকে কাচকলা দেখিয়ে সকালের আলোয় প্রবেশ করেছি। যদিও সেখানে কাজ করেছে রাতকে নিবিড় করে কাছে না পাওয়ার বেদনা।

সকালের গ্রামকে অবশ্য একেবারেই অন্যরকম ভালো লাগছিল। মন বলছিল এ গ্রাম ছেড়ে আর যাবই না। তবে সকাল তো আর চিরন্জীব নয়। সূর্য্ এক সময় তাকে তাড়িয়ে দিল নির্মমভাবে। আমিও মনের দু:খে গ্রাম থেকে চলে এলাম চিরচেনা শহরের পানে। তবে এবার আর রবী ঠাকুর আমাকে বলতে পারবে না - দেখা হয় নাই চক্ষু মেলিয়া , ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৯৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরজু নাসরিন পনি ১২/১০/২০১৩
    অনুভুতিটা খুব সতেজ ।
    পড়তে বেশ লেগেছে ।
    শুভেচ্ছা রইল ।।
  • খুবই নষ্টালজিক। সেই বয়স পেরোনো দিনগুলো। বরই মায়াবী সেই ক্ষনগুলো, যা গিয়েছে চলে একদা। স্মৃতি রোমান্থন সেই সোনালি দিনের। খুবই ভালো লাগলো।
  • Înšigniã Āvî ০৯/১০/২০১৩
    খুব সুন্দর লাগলো....
    শিকড়ের টান কখনো ভোলা যায় না ।
 
Quantcast