www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি খুব মিস করি তোমায়(স্বর্ণলতা-০৩)

আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন ইউনিভার্সিটি -আঙিনা মুখর সবার কোলাহলে!
আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন দেখি রমনার বটমূলে,
অথবা ছায়া সুনিবীড় শান্তির নীড় কোন বৃক্ষতলে,
যুবক-যুবতী পরস্পর ভালবাসা বিনিময় করে!

আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন পহেলা বৈশাখ,হ্রাস উৎসব
কিংবা চৈত্র সংক্রান্তির মত মেলা-পূজো- পার্বন আসে,
যখন প্রেমিক-প্রেমিকা যুগল হাতে হাত রেখে চলে,
যখন দুর্গা পুজোর ঢাক বাজে,কিংবা মেলার মাতাল মাদল বাজে,
তখন আমার কেমন করে!
হন্যে হয়ে তোমায় খুঁজি,কোথায় আমি পাব তারে?

আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে,
যখন কোন দক্ষ শিল্পী ইংলিশ গানে ব্রেইলে নাচে,
যখন বলাকা,মধুমিতা ও বসুন্ধরায় টাইটানিকের মত প্রেম আসে!
যখন নাট্যমঞ্চ কাঁপায় কোন শাপমোচন কিংবা রক্ত করবী,
কিংবা কোথাও বাজে বিষের বাঁশি-
তখন আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে,
স্বর্ণলতা আমিও তোমাকে ভালবাসি -
বল তুমি আসবে কবে?

আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন ধরায় ফাগুন আসে,কৃষ্ণচূড়ায় আগুন আসে,
যখন মাসে একুশ আসে,প্রভাত ফেরীর লগ্ন আসে,
বই মেলার স্বপ্ন আসে,মাস জুড়ে মেলা বসে
তখন শুধু তোমায় নিয়ে আমার ঘুরার তৃষ্ণা জাগে!
আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন কোন বিশেষ দিনে ললনারা রাশি রাশি,
বিশেষ বসনে হাঁসি-হাঁসি,সেজে-গুঁজে আমোদ করে-
তাদের ভীরে আমার এ মন শুধু কেবল তোমায় খোঁজে!

আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন মহান একুশেতে তরুণ-তরুণীর দল,
সাদা- কালোর বসনেতে, মধ্যরাতের রাজপথে,
অধিকারের মশাল হাতে, দৃপ্ত শপথ চেতনাতে,
অঙ্গিকারের আলো জ্বেলে, বিষাদ কোন আল্পনা আঁকে -
আমার তখন সজল চোখে, তোমার প্রতি করুণাতে,
কেঁদে কেটে বুক ভাষাতে ভীষণ ভীষণ ইচ্ছে করে!

আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন বাসন্তী রং শাড়ি পরে, ললনারা হেঁটে যায়!
আমার তখন ইচ্ছে করে,গলা ছেড়ে গান গাই
-মেলায় যাইরে,মেলায় যাই!
আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন কোন বিজয় মাসে,আনন্দের বান আসে,
লাল সবুজে সেজে-গুঁজে, তরুণীরা নৃত্য করে,
সংস্কৃতির চর্চা করে,আমার তখন ইচ্ছে করে-
তোমার পায়ে নূপুর বাঁধি,
লাল-সবুজের আল্পনাতে, কপোল দুটি রঙিন করি,
চন্দ্র বদন শ্বেত কপালে রক্ত লাল সূর্য আঁকি,
আদর ভরা সোহাগ নিয়ে মুহুর্মুহু চুমো আঁকি!

আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন সূর্য্যি মামা পশ্চিমেতে ক্লান্ত দেহে নূইয়ে পড়ে,
রাখাল বালক গরু নিয়ে মাঠ থেকে পাঠে ফিরে,
অফিস ফেরত মানুষগুলো সারে সারে বাড়ি ফিরে,
জেলের দল জাল গুছিয়ে নদী থেকে হাঁটে চলে,
আমার তখন বেজায় সাধ তোমায় নিয়ে
বেরিয়ে পড়ি-
মুগ্ধ হয়ে আকাশ দেখি,সূর্যাস্তের দৃশ্য দেখি,
বাদাম হাতে পথ চলি,নদীর ধারে ঘুরি-ফিরি,
নদীর জলে ছবি দেখি,অস্ত রবির রাগ দেখি-
রহস্যময় আলোর মাঝে তোমার কোমল মুখ দেখি।

আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ে,
আকাশ জুড়ে পূর্ণ চন্দ্র ওঠে,
তখন আমার খুব ইচ্ছে করে-
তোমায় নিয়ে ছাঁদে উঠি,পরান ভরে গল্প করি,
চোখে চোখের ভাষা বুঝি,পেঁচার মত রাত্রি জাগি,
কিংবা মানব তৃষিত চোখে-
আকাশ দেখি ক্ষণে ক্ষণে,কখন বৃষ্টির ন্যায় উল্কা নামে?
চকোর তৃষ্ণায় জোৎস্না পিয়ে,
জোৎস্না দেখে গেয়ে উঠি-
চাদের হাসি বাধ ভেঙেছে.....
কিংবা, চাঁদের গায়ে চাঁদ লেগেছে......
কখনো বা ইচ্ছে করে গভীর রাতে জলে যেতে,
বাড়ীর সামনে শান্ত দীঘি,চাঁদের আলোয় স্নিগ্ধ অতি-
আমার খুব ইচ্ছে করে গভীর রাতে দীঘির জলে,
তোমায় নিয়ে জল-কেলিতে ,আবেগ মাখা জোৎস্না দেখি।

আমি খুব মিস করি তোমায় ঠিক এই সময়ে-
যখন আকাশ জুড়ে মেঘ করে,
প্রবল ধারায় বৃষ্টি ঝরে,টিনের চালে শব্দ ওঠে,
মধুর সুরে ব্যাঙ ডাকে, আকাশ থেকে মাদল বাজে,
তখন আমার ইচ্ছে করে -
তোমার দুটো হাত ধরি,
কদম ফুল খোঁপায় গুঁজি,
ঘর থেকে বের করি,দুজন মিলে বৃষ্টি ভিজি,
বিজলি বাতির চমক আলোয় ,অন্ধকারের বস্ত্র হরি,
আর গলা ছেড়ে গান ধরি-
বাদলা দিনে মনে পড়ে .......
কিংবা আজি বাদল ঝর ঝর দিনে.......

7/11/2014
12:10 am
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এত মিস করার দরকার কি? এক বারে মিসেস করলেই হয়............হাাহহাহাহহা মজা করলাম। ভালো হয়েছে আপনার লেখাটি......
  • পরিতোষ ভৌমিক ১৭/১১/২০১৪
    মিস করার লগন গুলিতে আপনার মিসের বাহার দেখে ভালবাসার গভীরতা বুজা যায় , খুউব খুব ভাল লিখেছেন ।
  • মোঃ আবদুল করিম ১৬/১১/২০১৪
    কি যে মন্তব্য করবো সে ভাষাই খুঁজছি,এত সুন্দর করে ‍"আমি তোমায় মিস করি" বক্তব্য অসাধারন ভাবে ফুঁটিয়ে তোলা যেন ঠিক কবি বন্ধু আপনার মাঝেই মানিয়েছে ,খুবই ভালো হযেছে ।
  • মোহাম্মদ তারেক ১৫/১১/২০১৪
    আবেগ- অনুভূতি কাব্যের ভাষায় প্রকাশিত। "মধুর সুরে ব্যাং ডাকে"। আমার কেন যেন ব্যাঙ ডাকার শব্দটা কর্কশ লাগে। তবে পরবর্তীতে একটু মনযোগ দিয়ে শুনবো, দেখি মধুর লাগে কিনা।
    খন্ড আকারে প্রকাশ করলে ভাল হতো। অনেক ভাল লাগা রইল।
  • খুব সুন্দর লেখনী।
  • অনিরুদ্ধ বুলবুল ১৫/১১/২০১৪
    খুবই সুন্দর ভাব ও বর্ণনায় রোমাঞ্চকর একটা কবিতা পড়লাম। কবিতাটা পর্ব করে ছোট করলে ভালো হতো। মাঝে মাঝে দু'একটি বানানে অসংগতি আছে, দেখে নিন কবি। শুভেচ্ছা অনন্ত -
 
Quantcast