গণিতে জীবনের গতি(গাণিতিক কাব্য-০৫)
[বুঝার সুবিধার্থেঃ
সবই ০-৯০ ডিগ্রীতে হিসাব করতে হবে।
ফিবোনাচ্চি ধারাঃ ১,১,২,৩,৫,৮,১৩...........
অর্থাৎশেষপদ = পূর্ব পদ + পর পদ ,১ম দুই পদ নির্দিষ্ট
স্বাভাবিক সংখ্যার বেগঃ ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২,১৩,..................
ঋনাত্মক সংখ্যাঃ -১,-২,-৩,-৪,-৫, .......................
টেনের গ্রাফঃ ০,০.৫৮,১.০,১.৭৩, অসীম,অর্থাৎ শূন্য থেকে অসীম
কটের গ্রাফঃ টেনের গ্রাফের বিপরীত অর্থাৎ অসীম থেকে শূন্য
সাইনের গ্রাফঃ ০-১ অর্থাৎ তিন অঙ্কে ০/১০০ থেকে ১০০/১০০
কসের গ্রাফঃ সাইনের গ্রাফের বিপরীত অর্থাৎ ১-০ বা ১০০ ভাগ হতে শূন্য ভাগে নামা ]
কিশোরের জীবন ফিবোনাচ্চি ধারায় উড়ন্ত,
তাই স্বাভাবিক সংখ্যার বেগে ছুটলেও জীবন-
টেনের গ্রাফে দৌড়ায় স্বপ্ন।
যুবকের জীবনে প্রেমিকাই প্রধান,
অসীম শূন্যে ওঠায় সে-নামায়ও সে সেই বেগে!
এই মায়া কাটাতে পারলে জীবন,
টেনের গ্রাফ পায়-
নতুবা কটের গ্রাফে জীবন জিরোতে পৌঁছায়!
বৃদ্ধের জীবন ঠিক উ ল্টো দিকে চলে-
যে দিকে ঋণ সংখ্যা সদা যাত্রা করে।
সত্যি কথা মানব জীবন, সাইন -কসের খেলা।
সুখ যখন আসে জীবন, সাইনের গ্রাফে ওঠে-
দুঃখ যখন গ্রাসে তারে, কসের গ্রাফেই নামে!
14/10/2014
সবই ০-৯০ ডিগ্রীতে হিসাব করতে হবে।
ফিবোনাচ্চি ধারাঃ ১,১,২,৩,৫,৮,১৩...........
অর্থাৎশেষপদ = পূর্ব পদ + পর পদ ,১ম দুই পদ নির্দিষ্ট
স্বাভাবিক সংখ্যার বেগঃ ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২,১৩,..................
ঋনাত্মক সংখ্যাঃ -১,-২,-৩,-৪,-৫, .......................
টেনের গ্রাফঃ ০,০.৫৮,১.০,১.৭৩, অসীম,অর্থাৎ শূন্য থেকে অসীম
কটের গ্রাফঃ টেনের গ্রাফের বিপরীত অর্থাৎ অসীম থেকে শূন্য
সাইনের গ্রাফঃ ০-১ অর্থাৎ তিন অঙ্কে ০/১০০ থেকে ১০০/১০০
কসের গ্রাফঃ সাইনের গ্রাফের বিপরীত অর্থাৎ ১-০ বা ১০০ ভাগ হতে শূন্য ভাগে নামা ]
কিশোরের জীবন ফিবোনাচ্চি ধারায় উড়ন্ত,
তাই স্বাভাবিক সংখ্যার বেগে ছুটলেও জীবন-
টেনের গ্রাফে দৌড়ায় স্বপ্ন।
যুবকের জীবনে প্রেমিকাই প্রধান,
অসীম শূন্যে ওঠায় সে-নামায়ও সে সেই বেগে!
এই মায়া কাটাতে পারলে জীবন,
টেনের গ্রাফ পায়-
নতুবা কটের গ্রাফে জীবন জিরোতে পৌঁছায়!
বৃদ্ধের জীবন ঠিক উ ল্টো দিকে চলে-
যে দিকে ঋণ সংখ্যা সদা যাত্রা করে।
সত্যি কথা মানব জীবন, সাইন -কসের খেলা।
সুখ যখন আসে জীবন, সাইনের গ্রাফে ওঠে-
দুঃখ যখন গ্রাসে তারে, কসের গ্রাফেই নামে!
14/10/2014
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রয়াস মাসুম ০২/১১/২০১৪?
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০১/১১/২০১৪আপনার গনিত চর্চার বিষয়টি নিয়ে আমার খুব হিংসে হয়। যদি আমি সময় পেতাম তাহলে আমি হয়তো চেষ্টা করে দেখতাম।
-
অনিরুদ্ধ বুলবুল ৩১/১০/২০১৪কবিতার মাধ্যমে গণিতেও রস আনতে চেয়েছেন কবি।
যতই বোঝালেন কবি, কিছু বুঝি নাই। তবু নতুন ধারাটির চমক দেখার অপেক্ষায় রইলাম। -
শিমুল শুভ্র ৩১/১০/২০১৪বাহ!!! খুবই অসাধারণ লাগলো ।
-
রেনেসাঁ সাহা ৩১/১০/২০১৪মানবজীবনএক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নয়। ওঠানামা লেগেই থাকে। অংকের মাপে জীবনের হিসেব ভীষণ ভালো লাগলো।