বাস অনুপযুক্ত ঢাকা(ঢাকার চিত্র -০১)
একাত্তরের মত গণহারে,
ছুটছে মানুষ ঢাকার দিকে-
না শুধু আজকের কথা নয়,
এ যেন একাত্তরের পর হতেই !
আর যারা ঢাকায় আছেন,
তারাও সমানে বাড়িয়ে চলছেন-
কিন্তু সে হারে যানবাহন আর
অবকাঠামো বাড়ল কি?
এভাবেই চলতে চলতে,
আজ কোথায় এসে ঠেকল-
এই ঢাকা নগরী?
আজ পিঁপড়ার মত গিজগিজ করছে মানুষ,
যানজটে স্থবির নগরী!
একঘন্টার পথ সারাদিন দেই পাড়ি -
অফিস বা পথে হয় ভয়ংকর সব দেরি!
হে কর্তৃপক্ষ ,
বাস অনুপযুক্ততা ও বিস্ফোরণের আর কত দেরি?
27/09/2014
ঢাকা
ছুটছে মানুষ ঢাকার দিকে-
না শুধু আজকের কথা নয়,
এ যেন একাত্তরের পর হতেই !
আর যারা ঢাকায় আছেন,
তারাও সমানে বাড়িয়ে চলছেন-
কিন্তু সে হারে যানবাহন আর
অবকাঠামো বাড়ল কি?
এভাবেই চলতে চলতে,
আজ কোথায় এসে ঠেকল-
এই ঢাকা নগরী?
আজ পিঁপড়ার মত গিজগিজ করছে মানুষ,
যানজটে স্থবির নগরী!
একঘন্টার পথ সারাদিন দেই পাড়ি -
অফিস বা পথে হয় ভয়ংকর সব দেরি!
হে কর্তৃপক্ষ ,
বাস অনুপযুক্ততা ও বিস্ফোরণের আর কত দেরি?
27/09/2014
ঢাকা
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৩/১০/২০১৪চমৎকার লেখনী।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৩/১০/২০১৪এখানেই শেষ না। সমনে যে কি দেখতে হবে আল্লাহ জানে।
-
আবু সাহেদ সরকার ২২/১০/২০১৪দারুন প্রকাশ কবি।