www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পোড়া চন্দ্র (বিজ্ঞান কাব্য -০৫)

আমায় নিঃশেষ করে তুমি,
হলে সবুজ পৃথিবী ;
অঙ্গে তোমার ভরা অনিল।
তাইতো তুমি আকাশ দেখ-
শুধু নীল আর নীল!
তোমার তেজে দগ্ধ জীবন,
পোড়া চন্দ্র সম;
বাঁচার জন্য বাতাস নেই,
তাইতো আমার আকাশ ও নেই-
উপরে শুধু আঁধার দেখি,
নিচের দিকে ধু ধু মরু ;
বালি আর বালি!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এনামুল হক মানিক ২১/১০/২০১৪
    আর একটু চেষ্টা করলে আরো ভালো হতো । ধন্যবাদ নিবেন।
  • কিছুটা হতাশার অভিব্যাক্তি।
  • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
    বিজ্ঞানময় কাব্য -
    এ যেন পৃথিবীকে পোড়া চাঁদের অভিযোগ!
    খুবই সুন্দর হয়েছে।

    অভিনন্দন কবি!
 
Quantcast