www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভাগের বচন (গাণিতিক কাব্য -০২)

১/১১ কি শূন্য হবে?
জানতে চাইলে ভাগটির জবাবঃ
শূন্য নয় , শূন্য নয়(.০৯০৯০৯...)-
বাপরে বাপ কি সত্যবাদী জবাব!
সত্যবাদীর পর মিথ্যাবাদী ভাগও আছে।
যেমনঃ ১১২৩/৩৩৩৩
ওকে যদি বলো এই বেটা বল দেখি,
তিনে তিনে কত ?
ওর কি মিথ্যা উত্তরঃ
তিন তিন ছয় নয়, তিন তিন ছয় নয়।(.৩৩৬৯৩৩৬৯....)
এবার আসা যাক লোভী ভাগে।
২/১১ কে যদি জিজ্ঞেস করো,
ও ভাই তোমার লাগবে কি দ্রুত বলতো?
ও বলবে শুধু ট্যাকা ,ট্যকা,ট্যাকা। (.১৮১৮১৮.......)
বলুন তো ভাই কেমন লোভী বেটা!




উৎসর্গঃ চমক হাসান যার তথ্য ও উপাত্তে এ কবিতা রচিত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ ভিন্নতা আছে বেশ।
  • অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪
    না ভাই, গনিতের মারপ্যাঁচ না বোঝার কারণে আপনার কবিতা এনজয় করতে পারলাম না। বুঝার মত করে লিখুন।

    অঙ্ক এমনিতেই নীরস বিষয় তার উপর যদি ভাব থাকে প্রচ্ছন্ন তাহলে আমার মত আবালরা শুভঙ্করের ফাঁকিতেই পড়ে থাকবে, বুঝলেন?
    • পার্থ সাহা ২১/১০/২০১৪
      sohoj korar cesta korci,abar pore nien:
      jemon: 1/11 mane 1 vag 11,1 ke 11 dia vag korle hobe=.090909.......jodi jore poren to ki hobe?
      Banglai শূন্য নয় , শূন্য নয় emon
      .todrup onnogulo buje nien.
  • হাহাহা... আংকিক কাব্য। ভালো লাগলো।
  • কঠিন অংক ...। ভাল লাগলো অংক কাব্য।
  • ভাল লাগল। নতুন প্রয়াস।
  • সম্ভব সুন্দর হয়েছে। আপনার ভাবনা গুলো আমার মনে ধরেছে। ভালো থকবেন।
 
Quantcast