আমাদের দেশের অদ্ভুত ছবি (স্মৃতিসৌধ কবিতা-০২ )
...................................এ
হলো
আমার
বাংলাদেশ।
যেখানে আছে-
ফুল, ফল, নদী;
আছে ঋতু ছয়টি।
জারি,সারি, ভাটিয়ালী-
এসবেই আমরা চলি।
আমাদের আসল প্রকাশ-
এদেশের জল, মাটি, বাতাস;
সবার প্রতি সবার অবিশ্বাস!
এখানে আছে দেশপ্রেমিক জনতা,
রাজাকার - আলবদরের দাম্ভিকতা!
এদেশে চলে নিজ সংস্কৃতির সু চর্চা,
আবার মেশে যত উশৃঙ্খল বৈদেশিকতা!
10/10/2014
হলো
আমার
বাংলাদেশ।
যেখানে আছে-
ফুল, ফল, নদী;
আছে ঋতু ছয়টি।
জারি,সারি, ভাটিয়ালী-
এসবেই আমরা চলি।
আমাদের আসল প্রকাশ-
এদেশের জল, মাটি, বাতাস;
সবার প্রতি সবার অবিশ্বাস!
এখানে আছে দেশপ্রেমিক জনতা,
রাজাকার - আলবদরের দাম্ভিকতা!
এদেশে চলে নিজ সংস্কৃতির সু চর্চা,
আবার মেশে যত উশৃঙ্খল বৈদেশিকতা!
10/10/2014
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ০৯/১১/২০১৪এ পাতায় পলক রহমানকে মনে পরল ।
-
ইসমাত ইয়াসমিন ০৯/১১/২০১৪khub sundor..
-
রক্তিম ০৫/১১/২০১৪দারুন প্রকাশের ভঙ্গী। পিরামিডের মতো উচ্চ আর আছে ভাষা প্রকাশের দাম্ভিকতা।
-
মু.আমির কাসেম ০৪/১১/২০১৪খুব ভাল লাগল।চালিয়ে যান।
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৩/১১/২০১৪এই আমার দেশ......
-
শিমুল শুভ্র ২৯/১০/২০১৪বাহ!! দারুণ
-
মুহা, লুকমান রাকীব ২৮/১০/২০১৪হ।ভাল।
-
আকাশ আর আমি ২৭/১০/২০১৪ভালো লেগেছে...
-
জাহেদুল ইসলাম ( চাটগাঁও) ২২/১০/২০১৪শুধু কবিতা নয়, এর মাঝে একটা অসাধারণ বুদ্ধিদীপ্ত সৃজনশীলতা পাওয়া যাচ্ছে। অনেক ভাল লাগল।
-
অনিরুদ্ধ বুলবুল ২০/১০/২০১৪ভালই লাগছে?
এখানে কি কোন ফর্মূলা প্রয়োগ করতে হয় না কি লাইনগুলোকে উপর থেকে নিচের দিকে ক্রমান্বয়ে বড় করে সাজিয়ে ফর্মেট করলেই হয়? -
আবু সাইফ ১৮/১০/২০১৪আত্মপরিচয় ভুলে গৌরবের মাথা করে নত অন্য দ্বারে
নিজের যাকিছু আছে নিজ হাতে ভেট দেয়- অল্পকিছু লোভে অকাতরে
ঊপরে তো ঠাই নেই, তলায় জুড়ে দিলাম -
স্বপন শর্মা ১৬/১০/২০১৪যথেষ্ঠ সুন্দর হয়েছে...
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/১০/২০১৪যথেষ্ট সুন্দর হয়েছ। হটস এ প্রতিভা। সেলুট................................
-
টি আই রাজন ১৫/১০/২০১৪গর্বিত আমি বাংলাদেশি