ভাষা সৈনিক আব্দুল মতিন এখনো বেঁচে আছেন
ভাষা সৈনিক আব্দুল মতিন,
পৃথিবী থেকে এখনো হারিয়ে যান নি-
তিনি বেঁচে আছেন!
তিনি বেঁচে আছেন কলেজ শিক্ষক
ইকবাল কবিরের চোখে,
তিনি এখনো দেখেন প্রিয় বর্ণমালা
তাঁরই নিজ চোখে।
তিনি বেঁচে আছেন স্বাস্থ্যকর্মী
ঐ রেশমা নাসরীনের চোখে,
তিনি এখনো দেখেন
সুস্থ শিশু কিভাবে ভাষা শেখে।
তিনি শুধু একা বেঁচে নেই,
একই সাথে বাঁচিয়ে রেখেছেন -
মানব সেবাই নিবেদিত দুই কর্মী কে।
তিনি বেঁচে আছেন -
ফেনীর ছাগল নাইয়ায় আর
ধামরাইয়ের শিয়ালপুরে।
তাঁর চোখ এখনো সব দেখে-
জয়তু মরণোত্তর-দান সুলোচনে।
পৃথিবী থেকে এখনো হারিয়ে যান নি-
তিনি বেঁচে আছেন!
তিনি বেঁচে আছেন কলেজ শিক্ষক
ইকবাল কবিরের চোখে,
তিনি এখনো দেখেন প্রিয় বর্ণমালা
তাঁরই নিজ চোখে।
তিনি বেঁচে আছেন স্বাস্থ্যকর্মী
ঐ রেশমা নাসরীনের চোখে,
তিনি এখনো দেখেন
সুস্থ শিশু কিভাবে ভাষা শেখে।
তিনি শুধু একা বেঁচে নেই,
একই সাথে বাঁচিয়ে রেখেছেন -
মানব সেবাই নিবেদিত দুই কর্মী কে।
তিনি বেঁচে আছেন -
ফেনীর ছাগল নাইয়ায় আর
ধামরাইয়ের শিয়ালপুরে।
তাঁর চোখ এখনো সব দেখে-
জয়তু মরণোত্তর-দান সুলোচনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও(১) ১৩/১০/২০১৪খুব সুন্দর হয়েছে। তিনি সব দিয়ে গেছেন। কিছু নিয়ে যাননি। তিনি তাঁর দেহ ও চোখ ও আমাদের দিয়ে গেছেন। এরুপ মহানুভব লোক পৃথিবীতে কম পাওয়া যায়।