কসের গ্রাফে নেমে গেল(গাণিতিক কাব্য-০৪)
[বুঝার সুবিধার্থেঃ
cos0=1=100/100, cos30=root(3)/2=.86(approx)=86/100, cos45=1/root(2)=0.70(approx)=70/100, sin60=1/2=0.50=50/100
cos90=0=0/100.]
বিয়ের পর বেশ কিছুদিন,
জীবন-যাপন খুবই মসৃন!
সুখের স্বর্গে দিন চললো-
একশ ভাগের জীবন আমার
তখনো যে একশো ছিলো।
বুঝিনি ঠিক কখন যে তা কসের গ্রাফে এসে গেলো!
চেয়ে দেখি সর্বনাশ হল বড়ো,
এ যে দেখি কোসাইনে ঠিক জিরো!
কোসাইনের গ্রাফ নিম্নগামী,
জীবন আমার না যায় নামি!
যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়!
এক রাতে আমারে কয়-এই চাই ,সেই চাই
ওমা একি কাণ্ড- গপ্পে কি সারে অর্থের কম্ম?
খেললো না তার বোধ-বুদ্ধি বকবাদ্য তাই মিছেমিছি-
এই প্রথম আমার মনে হলো,
জীবন বোধহয় নেমে হলো একশতে ছিয়াশি!
সত্যিই দেখি এটা তো কোসাইনে থার্টি।
মাস যায়,বছর যায়,দ্বন্দ্ব আর নাহি যায়!
অবশেষে একদিন রাগমাখা গা-গতর,
বুঝে ফেললাম এসে গেলো শতে -সত্তর।
ত্রিকোনমিতি ছিল যাদের স্টুডেন্ট-লাইফ,
তারা নিশ্চয় জেনেছেন এটা কোসাইনে ফরটি ফাইভ।
এরপর আরেকদিন কেঁদে-কেটে বাপের বাড়ি,
যুগল আমরা দ্বিধা হলাম -ফিপটি বাই সেঞ্চুরী!
যার মান কোসাইনে এক্সুয়েলি সিক্সটি।
অবশেষে শেষবার ধরিয়ে দিল ডিভোর্স লেটার
জীবন তাই সবশেষে হয়ে গেল ছারখার!
গণিতের ভাষায় যা শূন্য বাই সেঞ্চুরী-
ত্রিকোনমিতিতে বলে কোসাইনে নাইনটি।
10/10/2014
cos0=1=100/100, cos30=root(3)/2=.86(approx)=86/100, cos45=1/root(2)=0.70(approx)=70/100, sin60=1/2=0.50=50/100
cos90=0=0/100.]
বিয়ের পর বেশ কিছুদিন,
জীবন-যাপন খুবই মসৃন!
সুখের স্বর্গে দিন চললো-
একশ ভাগের জীবন আমার
তখনো যে একশো ছিলো।
বুঝিনি ঠিক কখন যে তা কসের গ্রাফে এসে গেলো!
চেয়ে দেখি সর্বনাশ হল বড়ো,
এ যে দেখি কোসাইনে ঠিক জিরো!
কোসাইনের গ্রাফ নিম্নগামী,
জীবন আমার না যায় নামি!
যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়!
এক রাতে আমারে কয়-এই চাই ,সেই চাই
ওমা একি কাণ্ড- গপ্পে কি সারে অর্থের কম্ম?
খেললো না তার বোধ-বুদ্ধি বকবাদ্য তাই মিছেমিছি-
এই প্রথম আমার মনে হলো,
জীবন বোধহয় নেমে হলো একশতে ছিয়াশি!
সত্যিই দেখি এটা তো কোসাইনে থার্টি।
মাস যায়,বছর যায়,দ্বন্দ্ব আর নাহি যায়!
অবশেষে একদিন রাগমাখা গা-গতর,
বুঝে ফেললাম এসে গেলো শতে -সত্তর।
ত্রিকোনমিতি ছিল যাদের স্টুডেন্ট-লাইফ,
তারা নিশ্চয় জেনেছেন এটা কোসাইনে ফরটি ফাইভ।
এরপর আরেকদিন কেঁদে-কেটে বাপের বাড়ি,
যুগল আমরা দ্বিধা হলাম -ফিপটি বাই সেঞ্চুরী!
যার মান কোসাইনে এক্সুয়েলি সিক্সটি।
অবশেষে শেষবার ধরিয়ে দিল ডিভোর্স লেটার
জীবন তাই সবশেষে হয়ে গেল ছারখার!
গণিতের ভাষায় যা শূন্য বাই সেঞ্চুরী-
ত্রিকোনমিতিতে বলে কোসাইনে নাইনটি।
10/10/2014
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম আর মিজান ৩০/১০/২০১৪ওয়াও!!দারুন
-
কৌশিক আজাদ প্রণয় ১৩/১০/২০১৪sine , cosine এর রূপকে আপনার দুটি কবিতাই পড়লাম। পুরোপুরি বাস্তব কবি। । অভিনন্দন আপনাকে ।
-
মো : রাফায়েত আলম রিফাত ১২/১০/২০১৪Nice.....
-
সুলতান মাহমুদ ১২/১০/২০১৪darun
-
মনিরুজ্জামান শুভ্র ১২/১০/২০১৪পড়ে অনেক আনন্দ পেলাম ।
-
আফরান মোল্লা ১২/১০/২০১৪হা হা হা।খুব ভালো লাগলো॥
-
শিমুল শুভ্র ১২/১০/২০১৪বাংলা কবিতার আসরে ও পড়েছি আবার এখানে ম বেশ ভালো লাগলো ।