সাইনের গ্রাফে উঠলো জীবন (গাণিতিক কাব্য -০৩)
[বুঝার সুবিধার্থেঃ
sin0=0, sin30=1/2=0.50=50/100, sin45=1/root(2)=0.70(approx)=70/100, sin60=root(3)/2=.86(approx)=86/100,
sin90=1=100/100.]
একশ ভাগের জীবন আমার
প্রথম ভাগেই সাইন জিরো,
তুমি যখন আসলে তাতে- পূর্ণতার হলো শুরু।
হিসেব করে মনে হলো একশতে ফিপটি,
এ যে দেখছি অনুপাতে সাইনে থার্টি।
মধুর-মধুর কথা বলে,ভালোবাসা জাগালে,
ভালোবাসায় হলো আমার সেভেনটি বাই হানড্রেড লাইফ-
এ তো দেখছি অনুপাতে সাইনে ফরটি ফাইভ।
আদর সোহাগ বেড়ে গেলো,অধিকারের শাসন এলো-
মনে হলো ফেঁসে যাচ্ছি,
জীবন আমার হলো বুঝি একশতে ছিয়াশি।
এ যেন অনুপাতে সাইনে সিক্সটি।
এরপর আর দেরি নেই,বেজে গেল সানাই;
জীবন আমার পূর্ণ হলো শতে -শত কানায়।
তারপর দু'জনে চুপি-চুপি,চুপি -চুপি.........
এতো দেখছি এসে গেলো, সাইনে নাইনটি।
06/10/2014
sin0=0, sin30=1/2=0.50=50/100, sin45=1/root(2)=0.70(approx)=70/100, sin60=root(3)/2=.86(approx)=86/100,
sin90=1=100/100.]
একশ ভাগের জীবন আমার
প্রথম ভাগেই সাইন জিরো,
তুমি যখন আসলে তাতে- পূর্ণতার হলো শুরু।
হিসেব করে মনে হলো একশতে ফিপটি,
এ যে দেখছি অনুপাতে সাইনে থার্টি।
মধুর-মধুর কথা বলে,ভালোবাসা জাগালে,
ভালোবাসায় হলো আমার সেভেনটি বাই হানড্রেড লাইফ-
এ তো দেখছি অনুপাতে সাইনে ফরটি ফাইভ।
আদর সোহাগ বেড়ে গেলো,অধিকারের শাসন এলো-
মনে হলো ফেঁসে যাচ্ছি,
জীবন আমার হলো বুঝি একশতে ছিয়াশি।
এ যেন অনুপাতে সাইনে সিক্সটি।
এরপর আর দেরি নেই,বেজে গেল সানাই;
জীবন আমার পূর্ণ হলো শতে -শত কানায়।
তারপর দু'জনে চুপি-চুপি,চুপি -চুপি.........
এতো দেখছি এসে গেলো, সাইনে নাইনটি।
06/10/2014
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মঞ্জুর হোসেন মৃদুল ১১/১০/২০১৪একেবারে ভিন্ন।
-
সোমদত্তা মৈত্র ১১/১০/২০১৪দারণ লাগলো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১১/১০/২০১৪ক্রিয়েটিভ.....................
-
Jibon FS ১০/১০/২০১৪ki bolbo bujhte parchi na . Just wow.
-
আফরান মোল্লা ১০/১০/২০১৪জাস্ট অসাধারণ।কিভাবে মেলালেন এরকম অসাধারণ কবিতা??বিজ্ঞানের ছাত্র(ইন্টার সেকেন্ড ইয়ার) হিসেবে বলব যেখানে আমি উচ্চতর গণিতের সাইন কসের প্যাঁচ ভাংতে পারিনা,সেখানে আপনি কিভাবে এত সুন্দর কবিতা লিখলেন??এখনো পর্যন্ত কোনো কবিতা প্রিয়তে রাখিনি,এটা রেখে দিলাম. . . .
-
bitosh ১০/১০/২০১৪nice