www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সাইনের গ্রাফে উঠলো জীবন (গাণিতিক কাব্য -০৩)

[বুঝার সুবিধার্থেঃ
sin0=0, sin30=1/2=0.50=50/100, sin45=1/root(2)=0.70(approx)=70/100, sin60=root(3)/2=.86(approx)=86/100,
sin90=1=100/100.]

একশ ভাগের জীবন আমার
প্রথম ভাগেই সাইন জিরো,
তুমি যখন আসলে তাতে- পূর্ণতার হলো শুরু।
হিসেব করে মনে হলো একশতে ফিপটি,
এ যে দেখছি অনুপাতে সাইনে থার্টি।
মধুর-মধুর কথা বলে,ভালোবাসা জাগালে,
ভালোবাসায় হলো আমার সেভেনটি বাই হানড্রেড লাইফ-
এ তো দেখছি অনুপাতে সাইনে ফরটি ফাইভ।
আদর সোহাগ বেড়ে গেলো,অধিকারের শাসন এলো-
মনে হলো ফেঁসে যাচ্ছি,
জীবন আমার হলো বুঝি একশতে ছিয়াশি।
এ যেন অনুপাতে সাইনে সিক্সটি।
এরপর আর দেরি নেই,বেজে গেল সানাই;
জীবন আমার পূর্ণ হলো শতে -শত কানায়।
তারপর দু'জনে চুপি-চুপি,চুপি -চুপি.........
এতো দেখছি এসে গেলো, সাইনে নাইনটি।


06/10/2014
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১০/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একেবারে ভিন্ন।
    • পার্থ সাহা ১১/১০/২০১৪
      ধন্যবাদ,আবার আসবেন।
      • অবশ্যই।
  • সোমদত্তা মৈত্র ১১/১০/২০১৪
    দারণ লাগলো
  • ক্রিয়েটিভ.....................
  • Jibon FS ১০/১০/২০১৪
    ki bolbo bujhte parchi na . Just wow.
  • আফরান মোল্লা ১০/১০/২০১৪
    জাস্ট অসাধারণ।কিভাবে মেলালেন এরকম অসাধারণ কবিতা??বিজ্ঞানের ছাত্র(ইন্টার সেকেন্ড ইয়ার) হিসেবে বলব যেখানে আমি উচ্চতর গণিতের সাইন কসের প্যাঁচ ভাংতে পারিনা,সেখানে আপনি কিভাবে এত সুন্দর কবিতা লিখলেন??এখনো পর্যন্ত কোনো কবিতা প্রিয়তে রাখিনি,এটা রেখে দিলাম. . . .
  • bitosh ১০/১০/২০১৪
    nice
 
Quantcast