কোন এক অবকাশে
এভাবে চলতে চলতে শেষে
দাঁড়াবো তোমার প্রান্তে এসে
কোন এক অবকাশে।
আশা আছে মনের আকাশে
ফেটে পড়ে উল্লাসে
পথ চলে তোমার আশে।
এভাবেই চলতে চলতে আমি
পেয়ে যাবো,দেখে নিও তুমি
কেননা আমি সংগ্রামী।
এভাবেই একদিন অবশেষে
দেখবে তুমি আমার পাশে
কোন এক অবকাশে।
০১.০১.২০১০
দাঁড়াবো তোমার প্রান্তে এসে
কোন এক অবকাশে।
আশা আছে মনের আকাশে
ফেটে পড়ে উল্লাসে
পথ চলে তোমার আশে।
এভাবেই চলতে চলতে আমি
পেয়ে যাবো,দেখে নিও তুমি
কেননা আমি সংগ্রামী।
এভাবেই একদিন অবশেষে
দেখবে তুমি আমার পাশে
কোন এক অবকাশে।
০১.০১.২০১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমি-তারেক ২০/০৩/২০২৫সুন্দর শিরনাম, সুন্দর ভাব্না
-
শ.ম. শহীদ ২৫/১১/২০২৪অসাধারণ একটি কবিতা।
-
মোঃ সোহেল মাহমুদ ২৫/১১/২০২৪সুন্দর ভাবনা।
-
ফয়জুল মহী ২৩/১১/২০২৪অসাধারণ কাব্য শৈলীতে মুগ্ধ হলাম প্রিয় ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/১১/২০২৪সুন্দর ভাবনা কবিবর