সুখ-দুঃখ
হৃদয় খাতার প্রতি পাতায় দুঃখ লেখা
দুঃখেরা নেয়না অবসর কভু
কেমন করে পাবে তুমি সুখের দেখা।
সুখ খোঁজে কাটাও যে দিবস রজনী
তা তো দেবে না ধরা জীবনজুড়ে কভু
শুধু দুঃখের সাথে করতে হবে হানাহানি।
রোজ স্বপ্ন বোনো যে আশায় সারাবেলা
ভেবেছ সে স্বপ্নে আনবে সুখ কভু
ভুল ভেবেছ সব ই সময়ের ছলাকলা।
সুখ সুখ করে তাই মায়া মরীচিকার পানে
ছুটে যেও না আর কখনো কভু
ললাট লিখন তোমাকে ডাকবেই বিরহ গানে।
সুখ চেও না দুঃখকে ভুলে যেও না ওহে
দুঃখ আষ্টেপৃষ্ঠে রবে,সুখ পেলে কভু
জীবন খুঁজে পাবে কি এক নতুন দ্রোহে।
০৩/০৯/২০১৮
দুঃখেরা নেয়না অবসর কভু
কেমন করে পাবে তুমি সুখের দেখা।
সুখ খোঁজে কাটাও যে দিবস রজনী
তা তো দেবে না ধরা জীবনজুড়ে কভু
শুধু দুঃখের সাথে করতে হবে হানাহানি।
রোজ স্বপ্ন বোনো যে আশায় সারাবেলা
ভেবেছ সে স্বপ্নে আনবে সুখ কভু
ভুল ভেবেছ সব ই সময়ের ছলাকলা।
সুখ সুখ করে তাই মায়া মরীচিকার পানে
ছুটে যেও না আর কখনো কভু
ললাট লিখন তোমাকে ডাকবেই বিরহ গানে।
সুখ চেও না দুঃখকে ভুলে যেও না ওহে
দুঃখ আষ্টেপৃষ্ঠে রবে,সুখ পেলে কভু
জীবন খুঁজে পাবে কি এক নতুন দ্রোহে।
০৩/০৯/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২২/০৯/২০২৪Fantastic
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৯/২০২৪অনন্য