আমি হারাই সবই
স্বপ্নগুলো হৃষ্টপুষ্ট
আঁকে সুখের ছবি
ধরা দেয় না সহজে
আমি হারাই সবই।
স্বপ্ন ছিলো ঘর বাঁধার
কান্না টুকু মুছে দেবার
জীবনটাকে রাঙিয়ে দেবার
কিন্তু আমি হারাই সবই।
স্বপ্ন ছিলো সুখের সাওরে
ভাসিয়ে দেব তোমারে
কিন্তু কাঁদালাম তোমারে
কারণ আমি হারাই সবই।
দিন শেষে আবার আমি
স্বপ্নের দুয়ারেই থামি
এ আজব পাগলামি
ফের হারিয়ে ফেলি সবই
কেননা আমি যে স্বপ্নের কবি।
৩১.১২.২০০৯
আঁকে সুখের ছবি
ধরা দেয় না সহজে
আমি হারাই সবই।
স্বপ্ন ছিলো ঘর বাঁধার
কান্না টুকু মুছে দেবার
জীবনটাকে রাঙিয়ে দেবার
কিন্তু আমি হারাই সবই।
স্বপ্ন ছিলো সুখের সাওরে
ভাসিয়ে দেব তোমারে
কিন্তু কাঁদালাম তোমারে
কারণ আমি হারাই সবই।
দিন শেষে আবার আমি
স্বপ্নের দুয়ারেই থামি
এ আজব পাগলামি
ফের হারিয়ে ফেলি সবই
কেননা আমি যে স্বপ্নের কবি।
৩১.১২.২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাদেরা ফারনাছ শিমূল ২২/০৯/২০২৪ছন্দময় কবিতা।
-
সুয়েল হক ২০/০৯/২০২৪সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০৯/২০২৪বেশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১১/০৯/২০২৪বেশ
-
ফয়জুল মহী ১০/০৯/২০২৪অসাধারণ উপস্থাপন