একটু খুঁজে দেখ
বুকের খুব কাছে
বিষাদ জমে আছে
দেখাব তোমায় তাই
মন ভাবনায় ডুবে আছে।
বিষাদের রঙ ধূসর কালো
তাতে আলোটুকু নাই
লাগবে না ভালো তোমার
তবুও দেখাতে চাই।
তুমি কি আসবে আমার কাছে
খুঁজবে আমার কান্না
জানি উৎসাহ পাবে না
তবু একটু খুঁজে দেখ না।
জানি বিরহ দেখে পালাবে
তবু একটু কাছে আসো না
হয়ত তোমার ভালো লাগবে না
তবু একটু সান্ত্বনা দিয়ে যাও না।
সুখের খোঁজে যাবেই দূরে
তবু তোমায় দেখাতে চাই
নিত্য মোরে কাঁদায় শুধু
তোমার দেয়া কষ্ট টাই।
বিষাদ জমে আছে
দেখাব তোমায় তাই
মন ভাবনায় ডুবে আছে।
বিষাদের রঙ ধূসর কালো
তাতে আলোটুকু নাই
লাগবে না ভালো তোমার
তবুও দেখাতে চাই।
তুমি কি আসবে আমার কাছে
খুঁজবে আমার কান্না
জানি উৎসাহ পাবে না
তবু একটু খুঁজে দেখ না।
জানি বিরহ দেখে পালাবে
তবু একটু কাছে আসো না
হয়ত তোমার ভালো লাগবে না
তবু একটু সান্ত্বনা দিয়ে যাও না।
সুখের খোঁজে যাবেই দূরে
তবু তোমায় দেখাতে চাই
নিত্য মোরে কাঁদায় শুধু
তোমার দেয়া কষ্ট টাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০৯/২০২৪বেশ সুন্দর
-
আলমগীর সরকার লিটন ০৮/০৯/২০২৪বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ০৮/০৯/২০২৪ভীষণ সুন্দর লিখেছেন।