কখন হবে সময়
হতাশার পারাবারে ডুবে গেছে মন
বিষাদের ছোঁয়া পেয়ে কাঁদে সারাক্ষণ
জীবনের প্রতিক্ষণে ছড়ানো বিরহ
কাঁদে এই মন শুধু কাঁদে অহরহ।
বিষাদের জলধিতে নাই কোনো তরি
ডুবু ডুবু আমি হায় উঠতে না পারি
কোথায় দাঁড়াবো আমি শুধু যে উদক
হাবু ডুবু খাই আমি বুক ধক ধক।
দেখা নাই দেখা নাই কূল কিনারার
কোন পথে যাবে হায় জীবন আমার
বিষাদের পারাবারে কত রবো আর
কখন হবে সময় কূলেতে যাবার।
বিষাদের ছোঁয়া পেয়ে কাঁদে সারাক্ষণ
জীবনের প্রতিক্ষণে ছড়ানো বিরহ
কাঁদে এই মন শুধু কাঁদে অহরহ।
বিষাদের জলধিতে নাই কোনো তরি
ডুবু ডুবু আমি হায় উঠতে না পারি
কোথায় দাঁড়াবো আমি শুধু যে উদক
হাবু ডুবু খাই আমি বুক ধক ধক।
দেখা নাই দেখা নাই কূল কিনারার
কোন পথে যাবে হায় জীবন আমার
বিষাদের পারাবারে কত রবো আর
কখন হবে সময় কূলেতে যাবার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০৯/২০২৪নাইস
-
ফয়জুল মহী ০৪/০৯/২০২৪চমৎকার উপস্থাপন