তফাৎ
তুমি দেখ ঝাপসা চোখে
আমি দেখি স্বচ্ছতায়
দুনিয়া ভরে যাবে ই
আলোয় আলোয়।
তুমি অমানিশায় পাও ভয়
আমি আলো খুঁজে যাই
তুমি হাল ছেড়ে দাও
আমি বিজয়ের গান গাই।
তুমি দেখ শুধু কাঁটা
আমি ফুলের ঘ্রাণ পাই
তুমি গুমড়ে বসে থাক
আমি শুধু উড়ে বেড়াই।
তোমার আমার চলার তফাৎ
যুগ যুগ ধরে চলমান
কি করে এক হবো বল
দুই মেরুতে দুইটি প্রাণ।
জানুয়ারি ,২০১০
আমি দেখি স্বচ্ছতায়
দুনিয়া ভরে যাবে ই
আলোয় আলোয়।
তুমি অমানিশায় পাও ভয়
আমি আলো খুঁজে যাই
তুমি হাল ছেড়ে দাও
আমি বিজয়ের গান গাই।
তুমি দেখ শুধু কাঁটা
আমি ফুলের ঘ্রাণ পাই
তুমি গুমড়ে বসে থাক
আমি শুধু উড়ে বেড়াই।
তোমার আমার চলার তফাৎ
যুগ যুগ ধরে চলমান
কি করে এক হবো বল
দুই মেরুতে দুইটি প্রাণ।
জানুয়ারি ,২০১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
suman ০৪/০৯/২০২৪দারুণ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০৯/২০২৪দারুণ
-
আলমগীর সরকার লিটন ০১/০৯/২০২৪সুন্দর
-
ফয়জুল মহী ৩১/০৮/২০২৪অসাধারণ
-
অভিজিৎ হালদার ৩১/০৮/২০২৪ভালো।