আলোকিত মানুষের রঙে
কত ক্ষুদ্র আমি কত ক্ষুদ্র
পৃথিবীর তুলনায় আমি
হাজার মানুষের ভিড়েতে
সবচেয়ে ক্ষুদ্র এই আমি।
তবু মোর আশা আছে
আমিও মানুষ
কিঞ্চিত ভালোবাসা রয়েছে
আছে মান আর হুস।
আমিও রাঙাতে চাই
পৃথিবীর আলোতে নিজেকে
আলোকিত মানুষের রঙে
গড়তে চাই আমাকে।
ক্ষুদ্রতাকে জয় করে
নিজে আলোকিত হয়ে
দিতে চাই আমি
ধরা মাঝে আলোক ছড়িয়ে।
২১.১২.২০০৯
পৃথিবীর তুলনায় আমি
হাজার মানুষের ভিড়েতে
সবচেয়ে ক্ষুদ্র এই আমি।
তবু মোর আশা আছে
আমিও মানুষ
কিঞ্চিত ভালোবাসা রয়েছে
আছে মান আর হুস।
আমিও রাঙাতে চাই
পৃথিবীর আলোতে নিজেকে
আলোকিত মানুষের রঙে
গড়তে চাই আমাকে।
ক্ষুদ্রতাকে জয় করে
নিজে আলোকিত হয়ে
দিতে চাই আমি
ধরা মাঝে আলোক ছড়িয়ে।
২১.১২.২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ২২/০৮/২০২৪অতুলনীয়!
-
আলমগীর সরকার লিটন ২১/০৮/২০২৪বেশ ভাবনাময় কবি দা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৮/২০২৪Nice post
-
ফয়জুল মহী ১৯/০৮/২০২৪চমৎকার লিখেছেন