www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রোদের খেলা

সোনালী ধানে রোদের ছোঁয়া
ছড়িয়ে আছে কত যে মায়া
কাঁচা সোনা রোদ ছড়ায়ে ঝিলিক
ছুটে চলে অবিরাম দিক-বিদিক।

সবুজ প্রান্তরে রোদ্দুর ভীষণ মায়ায়
আলতো পরশে ছুঁয়ে ছুঁয়ে যায়
মাঠ-ঘাট পেরিয়ে রোদ্দুর ধরাতে-
ছুটে চলে চনমনে বিদ্রোহ জাগাতে।

চারিদিকে মধুময় রোদের খেলা
সজীবতায় হৃদয়ে লাগে দোলা
রোদ্দুর সহজে পরাজয় মানে না
মানব কে দিচ্ছে বিজয়ের মন্ত্রণা।
০১.১২.২০০৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast