সুদিন
নীরবে দিন কেটে যায়
সুদিন আর আসে না
কতো আর সুদিনের প্রতীক্ষা
মন যে মানে না।
সবকিছু পাল্টে যায়
আমার সময় পাল্টায় না
অসময় পাল্টে যাবে কবে
অবুঝ হৃদয় বুঝতে চায় না।
সুদিনের সাথে দেখা হবে কবে
অসময় আর যে চাই না
দিন গোনার হোক না শেষ
বেজে উঠুক সুদিনের বাজনা।
১৯.১১.২০০৯
সুদিন আর আসে না
কতো আর সুদিনের প্রতীক্ষা
মন যে মানে না।
সবকিছু পাল্টে যায়
আমার সময় পাল্টায় না
অসময় পাল্টে যাবে কবে
অবুঝ হৃদয় বুঝতে চায় না।
সুদিনের সাথে দেখা হবে কবে
অসময় আর যে চাই না
দিন গোনার হোক না শেষ
বেজে উঠুক সুদিনের বাজনা।
১৯.১১.২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরিফুল ইসলাম (1990) ১৬/০২/২০২৪অপূর্ব
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/০২/২০২৪Wonderful
-
অভিজিৎ হালদার ১০/০২/২০২৪সুন্দর ভাবনা ।
-
জে এস এম অনিক ১০/০২/২০২৪বাহ!
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০২/২০২৪অতি চমৎকার!
-
ফয়জুল মহী ০৯/০২/২০২৪বেশ হয়েছে! অনেক সাহিত্য সখ্য শুভেচ্ছা!