আমার ভুবনে
আমার আকাশে মেঘ
কাটে না সহজে
ঝরছে সতত বৃষ্টি
বিরহের সাজে।
আমার ভুবনে দুঃখ
ছাড়ে না কিছুতে
জড়িয়ে রয়েছে কষ্ট
পরতে পরতে।
আমার চলার পথে
না পাওয়া হাসে
ধরতে পারি না সুখ
কোনো অবকাশে।
আমার জীবনে সদা
আসে পরাজয়
শুধু খুঁজে যাই আমি
কোথায় বিজয় !
কাটে না সহজে
ঝরছে সতত বৃষ্টি
বিরহের সাজে।
আমার ভুবনে দুঃখ
ছাড়ে না কিছুতে
জড়িয়ে রয়েছে কষ্ট
পরতে পরতে।
আমার চলার পথে
না পাওয়া হাসে
ধরতে পারি না সুখ
কোনো অবকাশে।
আমার জীবনে সদা
আসে পরাজয়
শুধু খুঁজে যাই আমি
কোথায় বিজয় !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ০৬/০২/২০২৪ছন্দময় বিষন্নতা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০১/২০২৪বেশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/০১/২০২৪বেশ
-
আলমগীর সরকার লিটন ২৮/০১/২০২৪সুন্দর এক ভাবনাময়
-
ফয়জুল মহী ২৬/০১/২০২৪নান্দনিক উপলব্ধি করেছেন,