একদিন জনতারা মিলে
শুধু বিরোধীদের দোষ বললে
দেশের উন্নতি না করলে
আবার বিরোধী রা সরকারের দোষ বলে
সময় পার করেই গেলে।
দেশ নিয়ে না ভাবলে
উন্নয়নে কাজ না করলে
একদিন জনতারা মিলে
তোমাদেরকে ধরলে।
ঐ বুড়িগঙ্গার পচা জলে
ইচ্ছেমতো হঠাৎ চুবালে
বুঝবে ঠিকই বুঝবে সকলে
রাজনীতি করা কাকে বলে।
সময় থাকতে দলে দলে
নিজেদের পাল্টাও সকলে
কাঁদা ছোড়াছুড়ি ফেলে
দেশের স্বার্থে কাজ করো সকলে।
ডিসেম্বর,২০০৯
দেশের উন্নতি না করলে
আবার বিরোধী রা সরকারের দোষ বলে
সময় পার করেই গেলে।
দেশ নিয়ে না ভাবলে
উন্নয়নে কাজ না করলে
একদিন জনতারা মিলে
তোমাদেরকে ধরলে।
ঐ বুড়িগঙ্গার পচা জলে
ইচ্ছেমতো হঠাৎ চুবালে
বুঝবে ঠিকই বুঝবে সকলে
রাজনীতি করা কাকে বলে।
সময় থাকতে দলে দলে
নিজেদের পাল্টাও সকলে
কাঁদা ছোড়াছুড়ি ফেলে
দেশের স্বার্থে কাজ করো সকলে।
ডিসেম্বর,২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/১২/২০২৩সুন্দর বলেছেন!
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৮/১২/২০২৩দারুন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/১২/২০২৩অপূর্ব
-
ফয়জুল মহী ১৪/১২/২০২৩অপূর্ব..অনবদ্য লেখা
খুব ভালো লাগলো -
আলমগীর সরকার লিটন ১৪/১২/২০২৩বোধময় প্রকাশ কবি দা