জীবন-মরণ
একই ধারায় জীবন ধারণ
শুধুই বিষাদ জীবন-মরণ
যোজন যোজন দূরে রয় সুখ
মনের ভেতর অবিরত দুখ।
কিসের আশায় ছুটছে জীবন
দিবস-রজনী নিঠুর দহন
পরিহাসে হাসে এই মহাকাল
শত চেষ্টায় ও ব্যর্থ ফলাফল।
তবু নিরাশায় জীবনের বাঁকে
সুখে-দুখে কত আশা জমে থাকে
পাড়ি দেয়া ভার এই পারাবার
তবু চেষ্টা চলে এ জীবনভর।
পাল্টে দেয়া দায় এই অসময়
চেষ্টা করে জোটে শুধু পরাজয়
বিষাদে বিষাদে জীবন ধারণ
থেকে থেকে হয় হৃদয় ক্ষরণ।
১৫.১২.২০০৯
শুধুই বিষাদ জীবন-মরণ
যোজন যোজন দূরে রয় সুখ
মনের ভেতর অবিরত দুখ।
কিসের আশায় ছুটছে জীবন
দিবস-রজনী নিঠুর দহন
পরিহাসে হাসে এই মহাকাল
শত চেষ্টায় ও ব্যর্থ ফলাফল।
তবু নিরাশায় জীবনের বাঁকে
সুখে-দুখে কত আশা জমে থাকে
পাড়ি দেয়া ভার এই পারাবার
তবু চেষ্টা চলে এ জীবনভর।
পাল্টে দেয়া দায় এই অসময়
চেষ্টা করে জোটে শুধু পরাজয়
বিষাদে বিষাদে জীবন ধারণ
থেকে থেকে হয় হৃদয় ক্ষরণ।
১৫.১২.২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৮/০৩/২০২৪ভালো লেখা
-
আমি-তারেক ১১/১২/২০২৩Besh sundor...
-
আলমগীর সরকার লিটন ১০/১২/২০২৩সুন্দর ভাবনা
-
ফয়জুল মহী ০৯/১২/২০২৩অসাধারণ লিখেছেন