ঝরে যাওয়ার পদ্য
সবকিছু পুরানো হয়ে যায় –যাবে
জীর্ণ পাতা যেভাবে ঝরে পরে আর
মানুষগুলো দিন দিন বুরো হয়ে যায়
তেমনি ঠিক সেভাবেই তুমি-আমি-আমরা
প্রাচীন জীর্ণ ইতিহাসের পাতায় আশ্রয় নেব
না চাইলেও অজান্তেই ঝরে পরতে হবে
এটাই ভবিতব্য তোমার –আমার-আমাদের।
ইতিহাস কেউ মনে রাখে কেউ রাখে না
তবুও চলতে হয়,থাকে আজীবন চলাচল
সুখে থাকো কিম্বা দুঃখে সময় বয়েই যাবে
তোমার-আমার ইচ্ছা-অনিচ্ছায় কিছুই হবে না
ইচ্ছের কবর দিয়ে এভাবেই চলতে হয় সবাইকে
কারণ এই হচ্ছে কালের অপরিবর্তনীয় নিয়ম।
২৮.০৮.২০০৬
জীর্ণ পাতা যেভাবে ঝরে পরে আর
মানুষগুলো দিন দিন বুরো হয়ে যায়
তেমনি ঠিক সেভাবেই তুমি-আমি-আমরা
প্রাচীন জীর্ণ ইতিহাসের পাতায় আশ্রয় নেব
না চাইলেও অজান্তেই ঝরে পরতে হবে
এটাই ভবিতব্য তোমার –আমার-আমাদের।
ইতিহাস কেউ মনে রাখে কেউ রাখে না
তবুও চলতে হয়,থাকে আজীবন চলাচল
সুখে থাকো কিম্বা দুঃখে সময় বয়েই যাবে
তোমার-আমার ইচ্ছা-অনিচ্ছায় কিছুই হবে না
ইচ্ছের কবর দিয়ে এভাবেই চলতে হয় সবাইকে
কারণ এই হচ্ছে কালের অপরিবর্তনীয় নিয়ম।
২৮.০৮.২০০৬
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১২/১১/২০২৩সুন্দর এক অনুভূতি
-
বোরহানুল ইসলাম লিটন ১০/১১/২০২৩খুব ভালো!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/১১/২০২৩সুন্দর ব্যাখ্যা
-
ফয়জুল মহী ০৬/১১/২০২৩সুন্দর, সুখপাঠ্য ও সুসাহিত্য। সৃজনশীল লিখতে ভীষণ মুগ্ধ।