মুক্তি
স্বপ্নগুলো ছকে বাঁধা বন্ধি হৃদয়ে
পারে না প্রকাশিত হতে,পায় না মুক্তি
বন্ধিত্বে ছটফট সারাবেলা হৃদয়পুর অস্থির
মুক্তির প্রসঙ্গে জটিলতা ,নাই যে শক্তি।
স্বপ্নগুলো তবুও ডানা মেলতে চায়
ছুঁয়ে যেতে চায় সকলের হৃদয়
উড়ে উড়ে তাই স্বপ্নেরা মিনতি জানায়
ছেড়ে দাও মোরে ভাঙ্গে ভাঙ্গুক তব হৃদয়।
স্বপ্নগুলো তাই আর ধরে রাখা যায় না
ছড়িয়ে দেই উড়িয়ে দেই খুঁজে নেয় গগণের সীমানা
উড়ে উড়ে সবার দুয়ারে স্বপ্নগুলো পায় ঠিকানা
স্বপ্নগুলো আজ সবার বুকে করে আনাগোনা।
স্বপ্নগুলো বন্ধি ছিল,ছিল মুক্তির জটিলতায়
তবুও কোনো কারণেই তারে আটকানো না যায়
আমিও উড়িয়ে দিয়েছি খুঁজে নেবে কোনো হৃদয়
তোমার আমার স্বপ্ন প্রকাশিত হবেই ,পৃথিবী যে স্বপ্নময়।
২১.১০.২০১৭
পারে না প্রকাশিত হতে,পায় না মুক্তি
বন্ধিত্বে ছটফট সারাবেলা হৃদয়পুর অস্থির
মুক্তির প্রসঙ্গে জটিলতা ,নাই যে শক্তি।
স্বপ্নগুলো তবুও ডানা মেলতে চায়
ছুঁয়ে যেতে চায় সকলের হৃদয়
উড়ে উড়ে তাই স্বপ্নেরা মিনতি জানায়
ছেড়ে দাও মোরে ভাঙ্গে ভাঙ্গুক তব হৃদয়।
স্বপ্নগুলো তাই আর ধরে রাখা যায় না
ছড়িয়ে দেই উড়িয়ে দেই খুঁজে নেয় গগণের সীমানা
উড়ে উড়ে সবার দুয়ারে স্বপ্নগুলো পায় ঠিকানা
স্বপ্নগুলো আজ সবার বুকে করে আনাগোনা।
স্বপ্নগুলো বন্ধি ছিল,ছিল মুক্তির জটিলতায়
তবুও কোনো কারণেই তারে আটকানো না যায়
আমিও উড়িয়ে দিয়েছি খুঁজে নেবে কোনো হৃদয়
তোমার আমার স্বপ্ন প্রকাশিত হবেই ,পৃথিবী যে স্বপ্নময়।
২১.১০.২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/১১/২০২৩অতিশয় অন্তরছোঁয়া নিবেদন!
-
আলমগীর সরকার লিটন ০৫/১১/২০২৩চমৎকার ভাবনা
-
ফয়জুল মহী ০৫/১১/২০২৩অসাধারণ উপস্থাপন। খুবই ভালো লেগেছে।