স্বপ্ন বুনি গুটি গুটি
সময় হারিয়ে যায়
আশাও হারিয়ে যায়
নতুন সময় আসে
নতুন আশাও আসে।
এভাবে আসা-যাওয়া
স্বপ্নের শেষ হওয়া
সময়ের সঙ্গী হয়ে
স্বপ্ন যায় ক্ষয়ে ক্ষয়ে।
সময় বাঁধা যায় না
স্বপ্ন ফেরানো যায় না
সময় আর স্বপ্ন একই
উভয়ে যে হারাবে ই।
সময় ধরা যাবে না
স্বপ্ন পূরণ হবে না
জেনে ও সময়ে ছুটি
স্বপ্ন বুনি গুটি গুটি।
২০.১২.২০০৯
আশাও হারিয়ে যায়
নতুন সময় আসে
নতুন আশাও আসে।
এভাবে আসা-যাওয়া
স্বপ্নের শেষ হওয়া
সময়ের সঙ্গী হয়ে
স্বপ্ন যায় ক্ষয়ে ক্ষয়ে।
সময় বাঁধা যায় না
স্বপ্ন ফেরানো যায় না
সময় আর স্বপ্ন একই
উভয়ে যে হারাবে ই।
সময় ধরা যাবে না
স্বপ্ন পূরণ হবে না
জেনে ও সময়ে ছুটি
স্বপ্ন বুনি গুটি গুটি।
২০.১২.২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৮/১০/২০২৩মনোমুগ্ধকর অনুভূতির প্রকাশ
-
Md. Rayhan Kazi ০৬/১০/২০২৩চমৎকার লেখনী
-
আব্দুর রহমান আনসারী ০৫/১০/২০২৩অপূর্ব
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/১০/২০২৩দারুণ
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/১০/২০২৩একদম!