জীবন-প্রেম
প্রেম ছাড়া কি কথা হয়
প্রেম ই তো জীবন ময়
প্রেম ছাড়া জীবনের কথা
জমে ওঠে না যেন আর
প্রেমিকা লজ্জিত হয়
কথাগুলো শুনে আমার।
প্রেমের আলোচনা হবে
খোলামেলা ভাবে
জটিলতা কপটতা থাকবে না
ঠকানোর চিন্তা করো না
সুবাতাস ও কিছু থাকবে
মনে দোলা দিয়ে যাবে
প্রেমের মৃদু-মন্দ হাওয়া
কেউ ছলনা কভু করো না
হৃদয়ে হৃদয়ে হবে আনাগোনা।
জীবন-প্রেম আলাদা নয়
প্রেম থাকলেই সবকিছু
মধুময় মধুময় মনে হয়।
প্রেমে হয়েছি সওয়ার
খুলে দিয়েছি বন্ধ দ্বার
উনমুক্ত প্রান্তর এখন
প্রেম চায় মরুময় জীবন
চাওয়ায় চাওয়ায় বেঁচে আছি
তোমায় নিয়ে স্বপ্ন রচি।
২৯.০৩.২০০৫
প্রেম ই তো জীবন ময়
প্রেম ছাড়া জীবনের কথা
জমে ওঠে না যেন আর
প্রেমিকা লজ্জিত হয়
কথাগুলো শুনে আমার।
প্রেমের আলোচনা হবে
খোলামেলা ভাবে
জটিলতা কপটতা থাকবে না
ঠকানোর চিন্তা করো না
সুবাতাস ও কিছু থাকবে
মনে দোলা দিয়ে যাবে
প্রেমের মৃদু-মন্দ হাওয়া
কেউ ছলনা কভু করো না
হৃদয়ে হৃদয়ে হবে আনাগোনা।
জীবন-প্রেম আলাদা নয়
প্রেম থাকলেই সবকিছু
মধুময় মধুময় মনে হয়।
প্রেমে হয়েছি সওয়ার
খুলে দিয়েছি বন্ধ দ্বার
উনমুক্ত প্রান্তর এখন
প্রেম চায় মরুময় জীবন
চাওয়ায় চাওয়ায় বেঁচে আছি
তোমায় নিয়ে স্বপ্ন রচি।
২৯.০৩.২০০৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৬/১০/২০২৩অনন্য
-
ফয়জুল মহী ০৪/১০/২০২৩ঋদ্ধ উচ্চারণে চমৎকার উপস্থাপন। শুভ কামনা সতত।
-
বোরহানুল ইসলাম লিটন ০৩/১০/২০২৩জীবন হোক প্রেমময়!
-
অভিজিৎ হালদার ০২/১০/২০২৩সুন্দর প্রয়াস ।
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০২/১০/২০২৩অসাধারণ
-
আব্দুর রহমান আনসারী ০২/১০/২০২৩অনিন্দ্যসুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/১০/২০২৩বেশ