ভুল
কিছু কিছু ভুল
মন কে করে ব্যাকুল
ব্যথা দেয় বুকে
কাঁদে মন ধুঁকে ধুঁকে।
পারি না কিছুতে আমি
ভুলের পথেই থামি
শুধু দায়ভার
জমে বার বার।
থেকে থেকে রোজ
করে যাই শোধ
ভুলের মাসুল
মনটা ব্যাকুল।
আমার ভুবনে
ভুলের কারণে
বিরহ ছাড়ে না
প্রাপ্তি ঘটে কান্না।
ভুল ভেঙ্গে দিয়ে
জীবন কে নিয়ে
সুখি হব কবে
মন শুধু ভাবে।
২০০৯
মন কে করে ব্যাকুল
ব্যথা দেয় বুকে
কাঁদে মন ধুঁকে ধুঁকে।
পারি না কিছুতে আমি
ভুলের পথেই থামি
শুধু দায়ভার
জমে বার বার।
থেকে থেকে রোজ
করে যাই শোধ
ভুলের মাসুল
মনটা ব্যাকুল।
আমার ভুবনে
ভুলের কারণে
বিরহ ছাড়ে না
প্রাপ্তি ঘটে কান্না।
ভুল ভেঙ্গে দিয়ে
জীবন কে নিয়ে
সুখি হব কবে
মন শুধু ভাবে।
২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ৩০/০৯/২০২৩খুব ভালো লাগলো
-
বোরহানুল ইসলাম লিটন ২৬/০৯/২০২৩অনন্য!
-
ফয়জুল মহী ২৫/০৯/২০২৩অনন্য সুন্দর লেখা
শুভ কামনা রইলো -
অভিজিৎ হালদার ২৫/০৯/২০২৩বেশ ।
-
ফয়জুল্লাহসাকি ২৫/০৯/২০২৩শুধু ভেবে কত সময় হবে পার
এরচে কোন একটি কাজ দরকার
তবেই হবে গন্তব্য ও আশার
নয়তো জীবন শুধু স্বপ্নে বাঁচার। -
আব্দুর রহমান আনসারী ২৫/০৯/২০২৩অনিন্দ্যসুন্দর