ধন্য তারা ধন্য
প্রাণ দিল যারা
এ দেশের জন্য
গড়ল যারা স্বদেশ
ধন্য তারা ধন্য।
নিজের জীবন দিয়ে
রাখল দেশের মান
তাদের স্মৃতি কখনো
হবে না ম্লান।
কর না কো হেলা
বীর সেনাদের
সম্মান করো শ্রদ্ধায়
মুক্তিযোদ্ধাদের।
বাংলাদেশ গড়ে দিল
আমাদের জন্য
জাতির শ্রেষ্ঠ সন্তান
ধন্য তারা ধন্য।
তাদের তরে সালাম
হাজার সালাম
মুক্তি সেনাদের জন্য
স্বাধীন বাংলাদেশ পেলাম।
১৬.১২.২০০৯
এ দেশের জন্য
গড়ল যারা স্বদেশ
ধন্য তারা ধন্য।
নিজের জীবন দিয়ে
রাখল দেশের মান
তাদের স্মৃতি কখনো
হবে না ম্লান।
কর না কো হেলা
বীর সেনাদের
সম্মান করো শ্রদ্ধায়
মুক্তিযোদ্ধাদের।
বাংলাদেশ গড়ে দিল
আমাদের জন্য
জাতির শ্রেষ্ঠ সন্তান
ধন্য তারা ধন্য।
তাদের তরে সালাম
হাজার সালাম
মুক্তি সেনাদের জন্য
স্বাধীন বাংলাদেশ পেলাম।
১৬.১২.২০০৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/০৮/২০২৩দারুণ
-
আব্দুর রহমান আনসারী ১০/০৮/২০২৩স্মরনীয় বরনীয় দেশে দেশে মুক্তি সেনানী। সুন্দর লিখেছেন।
-
বোরহানুল ইসলাম লিটন ১০/০৮/২০২৩বীর যোদ্ধারা চিরকাল বরণীয়!
-
ফয়জুল মহী ০৯/০৮/২০২৩নান্দনিক ভাবনা
অনন্য প্রকাশ