উপহার
হারায়েছি যারে
আর পাব না তারে
রয়ে গেল কিছু স্মৃতি
থেকে থেকে কাঁদায় প্রেম-প্রীতি।
হৃদয়ের অনুভবে
সে নাড়া দেয় যবে
ঠিক থাকতে না পারি
হৃদয়ে চলে হাসফাস রকমারি।
হারানো বিরহে মন
করে শুধু আস্ফালন
নীরবে নীরবে পোড়া
চলে শুধু সারাবেলা।
এই হলো উপহার
ভালোবাসার দায়ভার
পাওয়া যাবে না তারে
শুধু বিরহ আজীবনের তরে।
২৩.০১.২০১০
আর পাব না তারে
রয়ে গেল কিছু স্মৃতি
থেকে থেকে কাঁদায় প্রেম-প্রীতি।
হৃদয়ের অনুভবে
সে নাড়া দেয় যবে
ঠিক থাকতে না পারি
হৃদয়ে চলে হাসফাস রকমারি।
হারানো বিরহে মন
করে শুধু আস্ফালন
নীরবে নীরবে পোড়া
চলে শুধু সারাবেলা।
এই হলো উপহার
ভালোবাসার দায়ভার
পাওয়া যাবে না তারে
শুধু বিরহ আজীবনের তরে।
২৩.০১.২০১০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০৭/২০২৩ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৭/২০২৩সুন্দর নিবেদন
-
ফয়জুল মহী ১৯/০৭/২০২৩সুন্দর একটা লেখা,
মুগ্ধ হলাম
শুভকামনা রইলো আপনার জন্য। -
আব্দুর রহমান আনসারী ১৯/০৭/২০২৩সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ১৯/০৭/২০২৩অনেক সুন্দর লেখাটি!