সবুজ বাংলা
চোখ মেলে তাকাই যখন
দেখি চারিদিকে সবুজের আবরণ
অজান্তেই ভরে ওঠে এ মন
হৃদয় পুলকিত হয় জাগে শিহরণ।
সবুজের টানে ভাবনাহীন এ মনে
চায় শুধু পতঙ্গের ডানা এনে
উড়ে যাই ঐ দূর গগনে
যেথা স্বপ্ন দেখব শুধু আপনমনে।
বাংলার প্রকৃতির এই আহবানে
সবুজের মায়াময় মিলনে
এ মধুর প্রকৃতি দেখে দু নয়নে
শুধু সুখ ছোঁয়া লাগে হৃদয় কোণে।
বাংলার মায়াময় সবুজ স্থান
গড়েছে হৃদয়ের সাথে সেতুবন্ধন
সহসা ভাবি জীবন কেন হয়না এমন
নিঃস্বার্থ নির্মল প্রকৃতির মতন।
২৫.০১.২০০১
দেখি চারিদিকে সবুজের আবরণ
অজান্তেই ভরে ওঠে এ মন
হৃদয় পুলকিত হয় জাগে শিহরণ।
সবুজের টানে ভাবনাহীন এ মনে
চায় শুধু পতঙ্গের ডানা এনে
উড়ে যাই ঐ দূর গগনে
যেথা স্বপ্ন দেখব শুধু আপনমনে।
বাংলার প্রকৃতির এই আহবানে
সবুজের মায়াময় মিলনে
এ মধুর প্রকৃতি দেখে দু নয়নে
শুধু সুখ ছোঁয়া লাগে হৃদয় কোণে।
বাংলার মায়াময় সবুজ স্থান
গড়েছে হৃদয়ের সাথে সেতুবন্ধন
সহসা ভাবি জীবন কেন হয়না এমন
নিঃস্বার্থ নির্মল প্রকৃতির মতন।
২৫.০১.২০০১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৩/০৭/২০২৩প্রকৃতির হোক নির্মল সবার মন।
-
তরুন ইউসুফ ০৩/০৭/২০২৩বাহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০২/০৭/২০২৩🌹🌹🌹
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/০৭/২০২৩অনবদ্য
-
আব্দুর রহমান আনসারী ০২/০৭/২০২৩সুন্দর লেখা
-
ফয়জুল মহী ০১/০৭/২০২৩অতি চমৎকার একটি লেখা পড়লাম