হারানো মন
মন ছিল মনের ভেতর লুকিয়ে
তোমায় দেখে পড়লো সে আপনার
খোলস ছেড়ে বেরিয়ে।
তুমি না বুঝে ওগো প্রেয়সী আমার
দিলে তারে ইচ্ছেমতো আঘাত
এখন কোথা গেল সে হারিয়ে।
মন কে খুঁজে পাচ্ছি না আমি আর
সফলতা-ব্যর্থতা তোমার,আমি কিছু জানি না
তুমিই খুঁজে বের করো তারে।
তোমায় দেখে পড়লো সে আপনার
খোলস ছেড়ে বেরিয়ে।
তুমি না বুঝে ওগো প্রেয়সী আমার
দিলে তারে ইচ্ছেমতো আঘাত
এখন কোথা গেল সে হারিয়ে।
মন কে খুঁজে পাচ্ছি না আমি আর
সফলতা-ব্যর্থতা তোমার,আমি কিছু জানি না
তুমিই খুঁজে বের করো তারে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৯/২০২৩অনুপম সুন্দর
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ৩০/০৬/২০২৩♥️
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৬/২০২৩দারুন
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৬/২০২৩বিরহ বিধুর!
-
ফয়জুল মহী ২৬/০৬/২০২৩অসাধারণ উপস্থাপন কবি
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/০৬/২০২৩সুন্দর লেখনী
-
অভিজিৎ হালদার ২৬/০৬/২০২৩সুন্দর