যদি বন্ধু হও
আকাশের বুকে যত তারা আছে
সবই হয়ে যাবে তোমার
যদি তুমি আমার বন্ধু হও।
বাগানে ফুটবে হাজারো নতুন ফুল
গাছে গাছে ডাকবে আবার পাখি
যদি তুমি আমার বন্ধু হও।
সবুজে ভরে উঠবে ধূসর দুনিয়া
দিকে দিকে বইবে আবার সুবাতাস
যদি তুমি আমার বন্ধু হও।
সবই হয়ে যাবে তোমার
যদি তুমি আমার বন্ধু হও।
বাগানে ফুটবে হাজারো নতুন ফুল
গাছে গাছে ডাকবে আবার পাখি
যদি তুমি আমার বন্ধু হও।
সবুজে ভরে উঠবে ধূসর দুনিয়া
দিকে দিকে বইবে আবার সুবাতাস
যদি তুমি আমার বন্ধু হও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৯/২০২৩বাস্তব সুন্দর
-
সিবগাতুর রহমান ৩০/০৬/২০২৩অনেক সুন্দর লিখেছেন
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৭/০৬/২০২৩দারুন লাগলো
-
অভিজিৎ হালদার ২৬/০৬/২০২৩সুন্দর অনুভব
-
সুসঙ্গ শাওন ২৫/০৬/২০২৩বন্ধুত্ব গড়ে উঠুক এই কামনা করি।
-
আলমগীর সরকার লিটন ২৫/০৬/২০২৩চমৎকার এক আহ্বাবন