কুয়াশা মন
কতরুপে কতজন বহুরুপি অবগাহন
কারো বুকে আলোড়ন কারো কুয়াশা মন
কারো কাছে সবটুকু শুধু আনন্দক্ষণ
কারো বেদনায় কান্না বুকেতে যখন তখন।
ধরা মাঝে এই তো নিঠুর আয়োজন
কোথাও উত্থান কোথাও নীরব পতন
কারো জন্যে নাই কারো বুকেতে বেদন
শুধু নিজের সুখ খোঁজে যুদ্ধ সারাক্ষণ।
চলে নীরব যুদ্ধ দিকে দিকে অনুক্ষণ
কেউ মুছে ফেলতে চায় কুয়াশা মন
আবার কারো যুদ্ধ বাড়াতে সুখ ক্ষণ
সর্বত্র ই চলছে দৌঁড় সতত প্রতিক্ষণ।
আমি নিরব কবি বেকার এই লিখন
চুপিচুপি দেখি সবার ছোটাছুটি সারাক্ষণ
সুখ দুঃখ উপলব্ধি আর বিবেক দংশন
পাশাপাশি বসবাস সুখিজন আর কুয়াশা মন।
কারো বুকে আলোড়ন কারো কুয়াশা মন
কারো কাছে সবটুকু শুধু আনন্দক্ষণ
কারো বেদনায় কান্না বুকেতে যখন তখন।
ধরা মাঝে এই তো নিঠুর আয়োজন
কোথাও উত্থান কোথাও নীরব পতন
কারো জন্যে নাই কারো বুকেতে বেদন
শুধু নিজের সুখ খোঁজে যুদ্ধ সারাক্ষণ।
চলে নীরব যুদ্ধ দিকে দিকে অনুক্ষণ
কেউ মুছে ফেলতে চায় কুয়াশা মন
আবার কারো যুদ্ধ বাড়াতে সুখ ক্ষণ
সর্বত্র ই চলছে দৌঁড় সতত প্রতিক্ষণ।
আমি নিরব কবি বেকার এই লিখন
চুপিচুপি দেখি সবার ছোটাছুটি সারাক্ষণ
সুখ দুঃখ উপলব্ধি আর বিবেক দংশন
পাশাপাশি বসবাস সুখিজন আর কুয়াশা মন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৮/২০২৩চমৎকার সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ২৪/০৬/২০২৩অসাধারণ প্রিয় কবি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৬/২০২৩দুর্দান্ত
-
ফয়জুল মহী ২২/০৬/২০২৩চমৎকার