www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুয়াশা মন

কতরু‌পে কতজন বহুরু‌পি অবগাহন
কা‌রো বু‌কে আ‌লোড়ন কারো কুয়াশা মন
কা‌রো কা‌ছে সবটুকু শুধু আনন্দক্ষণ
কা‌রো বেদনায় কান্না বু‌কে‌তে যখন তখন।


ধরা মা‌ঝে এই তো নিঠুর আ‌য়োজন
‌কোথাও উত্থান কোথাও নীরব পতন
কা‌রো জ‌ন্যে নাই কা‌রো বু‌কে‌তে বেদন
শুধু নি‌জের সুখ খোঁ‌জে যুদ্ধ সারাক্ষণ।


চ‌লে নীরব যুদ্ধ দি‌কে দি‌কে অনুক্ষণ
‌কেউ মু‌ছে ফেল‌তে চায় কুয়াশা মন
আবার কা‌রো যুদ্ধ বাড়া‌তে সুখ ক্ষণ
সর্বত্র ই চল‌ছে দৌঁড় সতত প্র‌তিক্ষণ।


আ‌মি নিরব ক‌বি বেকার এই লিখন
চু‌পিচু‌পি দে‌খি সবার ছোটাছু‌টি সারাক্ষণ
সুখ দুঃখ উপল‌ব্ধি আর বি‌বেক দংশন
পাশাপা‌শি বসবাস সু‌খিজন আর কুয়াশা মন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast