অবহেলা
পিতা-মাতা সন্তানের তরে
কত কষ্ট করে রোজ
বড় হয়ে কেন যাও ভুলে
নিয়ে দেখ তার খোঁজ।
কভু খেয়ে কভু না খেয়ে জননী
দিয়েছেন আহার তোমায়
তুমি মাতাকে অভুক্ত রেখে
কিভাবে খাও হায় হায়।
করেছেন মাতা সবকিছু
পরিস্কার রেখেছেন তোমায়
রজনীতে না ঘুমিয়ে মাতা
ঘুম পারিয়েছেন তোমায়।
করেছেন পিতা রোজগার
দিয়েছেন সতত আশ্রয়
সেই পিতার ঠিকানা আজি
বৃদ্ধাশ্রম কেন হয় ?
ওগো সন্তানগন ,পিতা-মাতাকে
করো সন্মান,করো না অবহেলা
যা দিবে তা ই পাবে তুমি
ভুল করলে ,তোমারও জুটবে অবহেলা।
কত কষ্ট করে রোজ
বড় হয়ে কেন যাও ভুলে
নিয়ে দেখ তার খোঁজ।
কভু খেয়ে কভু না খেয়ে জননী
দিয়েছেন আহার তোমায়
তুমি মাতাকে অভুক্ত রেখে
কিভাবে খাও হায় হায়।
করেছেন মাতা সবকিছু
পরিস্কার রেখেছেন তোমায়
রজনীতে না ঘুমিয়ে মাতা
ঘুম পারিয়েছেন তোমায়।
করেছেন পিতা রোজগার
দিয়েছেন সতত আশ্রয়
সেই পিতার ঠিকানা আজি
বৃদ্ধাশ্রম কেন হয় ?
ওগো সন্তানগন ,পিতা-মাতাকে
করো সন্মান,করো না অবহেলা
যা দিবে তা ই পাবে তুমি
ভুল করলে ,তোমারও জুটবে অবহেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৮/২০২৩অনিন্দ্যসুন্দর
-
সুসঙ্গ শাওন ২৫/০৬/২০২৩বাবা মাকে সবাই ভালোবাসোক, কষ্ট না দিক
-
ফয়জুল মহী ২১/০৬/২০২৩অতুলনীয় লেখা,
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০৬/২০২৩অনন্যা