কালের বুকে স্বপ্ন হারায়
ক্ষুদ্র ক্ষদ্র চাওয়াগুলো জমে বিশালাকার হয়
সহসা তাকিয়ে দেখি দাঁড়িয়ে আছে হিমালয়।
ক্ষয়ে ক্ষয়ে অবিরত বেড়ে চলে মৃত আশা
অজান্তেই হারিয়ে যায় জীবনের ঝলমলে প্রত্যাশা।
ফুল ফোটে সুগন্ধ বিলায় আবার ঝরে যায়
পাপড়ীগুলো একে একে মৃত্তিকায় বিলীন হয়।
ফুলের ই মতো নিশ্চুপে স্বপ্ন ঝরে কালের বুকে
কাল গোগ্রাসে গিলে ফেলে মধুর স্বপ্নগুলোকে।
সহসা তাকিয়ে দেখি দাঁড়িয়ে আছে হিমালয়।
ক্ষয়ে ক্ষয়ে অবিরত বেড়ে চলে মৃত আশা
অজান্তেই হারিয়ে যায় জীবনের ঝলমলে প্রত্যাশা।
ফুল ফোটে সুগন্ধ বিলায় আবার ঝরে যায়
পাপড়ীগুলো একে একে মৃত্তিকায় বিলীন হয়।
ফুলের ই মতো নিশ্চুপে স্বপ্ন ঝরে কালের বুকে
কাল গোগ্রাসে গিলে ফেলে মধুর স্বপ্নগুলোকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৯/০৬/২০২৩অনান্য উপস্থাপন
-
আলমগীর সরকার লিটন ১৯/০৬/২০২৩বাহ সুন্দর অনুভব