জাগরণী
তুমি ভেঙ্গে পরো না ,হাল ছেড় না
কতকাল থাকবে আর দূর্দিন বহমান
সুদিন এসে কড়া নাড়বেই সহসা।
গগণে মেঘ থাকবে কি চিরকাল
মেঘ কেটে যায় রৌদ্রের বারতা জানিয়ে
ঝলমলে রৌদ্র এসে আলোকিত করে ধরা।
হৃদয়ে সাহস জোগাও ফের ধরো হাল
মেঘের মতো কাটবে জীবনের আঁধার
সুদিনের ছোঁয়ায় পুলকিত হবে তোমার দুনিয়া।
কতকাল থাকবে আর দূর্দিন বহমান
সুদিন এসে কড়া নাড়বেই সহসা।
গগণে মেঘ থাকবে কি চিরকাল
মেঘ কেটে যায় রৌদ্রের বারতা জানিয়ে
ঝলমলে রৌদ্র এসে আলোকিত করে ধরা।
হৃদয়ে সাহস জোগাও ফের ধরো হাল
মেঘের মতো কাটবে জীবনের আঁধার
সুদিনের ছোঁয়ায় পুলকিত হবে তোমার দুনিয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ০৪/০৬/২০২৩অসাধারণ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০২/০৬/২০২৩অপূর্ব
-
বোরহানুল ইসলাম লিটন ০২/০৬/২০২৩অনেক সুন্দর!
-
ফয়জুল মহী ০১/০৬/২০২৩অনন্য অসাধারণ প্রকাশ