ভাগাভাগি
আমার ব্যথার কিছুটা তুমি নাও
তোমার সুখের কিছুটা আমায় দাও
এসো ওলট-পালট করি সুখ-দুঃখ
সবাই মিলে সুখি হই এই হোক লক্ষ্য
আমি দুখি হলে কষ্ট পাওনা বন্ধু
বলো ভাবাতুর করে না তোমায় একবিন্দু
আমি তুমি মিলেমিশে একাকার আপনজন
ভবে তোমার আমার এক আত্না এক প্রাণ
তবে কেন হবে না সুখ-দুঃখ ভাগাভাগি
দাও না আমায় তোমার কিছু সুখ ত্যাগি।
তোমার সুখের কিছুটা আমায় দাও
এসো ওলট-পালট করি সুখ-দুঃখ
সবাই মিলে সুখি হই এই হোক লক্ষ্য
আমি দুখি হলে কষ্ট পাওনা বন্ধু
বলো ভাবাতুর করে না তোমায় একবিন্দু
আমি তুমি মিলেমিশে একাকার আপনজন
ভবে তোমার আমার এক আত্না এক প্রাণ
তবে কেন হবে না সুখ-দুঃখ ভাগাভাগি
দাও না আমায় তোমার কিছু সুখ ত্যাগি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৮/২০২৩বেশ সুন্দর । অনুপম ।
-
আব্দুর রহমান আনসারী ০৪/০৮/২০২৩সুন্দর লিখেছেন
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৯/০৭/২০২৩💓💓💓😍
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০৪/২০২৩অসাধারণ
-
ফয়জুল মহী ১০/০৪/২০২৩অসাধারণ লেখা কবি সুহৃদ।