আল্লাহ্-রাসূল নাম
কলবেতে রাখ আল্লাহর নাম
জবানেতে জপ মোহাম্মদী কালাম
আল্লাহ্ রাসূল নাম জপলে পরে
দু জাহানেতেই মুক্তি মিলবে রে।
এ নাম নিতে হলে গাফেল
সব পরীক্ষায় করবে ফেল
অবুঝ মন ভুলনা আল্লাহ্ নাম
জপ আল্লাহ্ নাম দমে দম।
নূর নবী মুহাম্মদ(সঃ) শাফায়াতকারী
পাপী উম্মতের একমাত্র কান্ডারী
দু জাহানেতে মুক্তি যদি চাও
ও মন এ নামেতেই হৃদয় রাঙাও।
জবানেতে জপ মোহাম্মদী কালাম
আল্লাহ্ রাসূল নাম জপলে পরে
দু জাহানেতেই মুক্তি মিলবে রে।
এ নাম নিতে হলে গাফেল
সব পরীক্ষায় করবে ফেল
অবুঝ মন ভুলনা আল্লাহ্ নাম
জপ আল্লাহ্ নাম দমে দম।
নূর নবী মুহাম্মদ(সঃ) শাফায়াতকারী
পাপী উম্মতের একমাত্র কান্ডারী
দু জাহানেতে মুক্তি যদি চাও
ও মন এ নামেতেই হৃদয় রাঙাও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৫/০৫/২০২৩নাইস
-
সাইয়িদ রফিকুল হক ০৫/০৪/২০২৩গান নাকি?
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৪/২০২৩অসাধারণ
-
ফয়জুল মহী ০৫/০৪/২০২৩মাশাআল্লাহ। মনোমুগ্ধকর প্রকাশ।