জগতের ভালোবাসা
সে আমার জননী
আমার হৃদপিন্ডের ভালোবাসা
আমার নিশ্বাস,আমার আশ্রয়
অবজ্ঞা করোনা কভু জননীরে
সন্মানে শ্রদ্ধায় আর ভালোবাসায়
রেখো বুকের কাছে সযতনে।
বৃদ্ধ হলে জননী
করো না তার ঠিকানা বৃদ্ধাশ্রম
সমাজের অসুস্থ শিক্ষায় হইওনা বুদ্
জননীকে রেখো তব হৃদয়কোণে।
অসহায় তোমার জীবনে
জননীর ছোঁয়ায় পেয়েছে প্রাণ
প্রতিটি ক্ষণ প্রতিটি মুহুর্ত হয়েছে রঙিন
কত সংগ্রাম কত সাধনার তুমি
তিলে তিলে গড়েছেন জননী তোমায়
সেই জননীকে বেঁধে রেখো প্রাণে।
সে আমার জননী জগতের ভালোবাসা
মায়া মমতার আধার জাতির মেরুদন্ড
জননীকে তাই কোনো অবহেলায় রেখো না
রেখো বুকের কাছে শ্রদ্ধায় আর সন্মানে।
আমার হৃদপিন্ডের ভালোবাসা
আমার নিশ্বাস,আমার আশ্রয়
অবজ্ঞা করোনা কভু জননীরে
সন্মানে শ্রদ্ধায় আর ভালোবাসায়
রেখো বুকের কাছে সযতনে।
বৃদ্ধ হলে জননী
করো না তার ঠিকানা বৃদ্ধাশ্রম
সমাজের অসুস্থ শিক্ষায় হইওনা বুদ্
জননীকে রেখো তব হৃদয়কোণে।
অসহায় তোমার জীবনে
জননীর ছোঁয়ায় পেয়েছে প্রাণ
প্রতিটি ক্ষণ প্রতিটি মুহুর্ত হয়েছে রঙিন
কত সংগ্রাম কত সাধনার তুমি
তিলে তিলে গড়েছেন জননী তোমায়
সেই জননীকে বেঁধে রেখো প্রাণে।
সে আমার জননী জগতের ভালোবাসা
মায়া মমতার আধার জাতির মেরুদন্ড
জননীকে তাই কোনো অবহেলায় রেখো না
রেখো বুকের কাছে শ্রদ্ধায় আর সন্মানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৭/০৭/২০২৩অনুপম
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/০৩/২০২৩দোজাহানে মা-ই স্বর্গ!
-
Md. Rayhan Kazi ৩০/০৩/২০২৩অসাধারণ
-
ফয়জুল মহী ৩০/০৩/২০২৩অপূর্ব উপস্থাপন।
খুবই ভালো লাগলো কবি।