আপনজন
মানুষ তোমার ভাই
মানবতার জয়গান গাই
মানুষের দুঃখে ব্যথিত হও
তার পাশে গিয়ে দাঁড়াও।
হিসেব নিকেশ করবে পরে
কাজ করে যাও মানুষের তরে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
এই ভেবে করো না মানবতাকে ম্লান
দেখ আল্লাহ্ সবাইকে সমান দিচ্ছেন
সব বান্দাহ্ তার সকল সুবিধা পাচ্ছেন।
বিশ্বাসী অবিশ্বাসী পাপি পূণ্যবান
সবাই আল্লাহর সকল নেয়ামত পান।
বিভেদের বেড়াজালে বন্দি থেকে
কলুষিত করছি কেন আমরা পৃথিবীকে
ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে সবাই
এসো মিলেমিশে মানবতার জয়গান গাই।
মানুষ তোমার বন্ধু – আপনজন
এই ভেবে পৃথিবীতে গড়ে তোলো সহাবস্থান।
মানবতার জয়গান গাই
মানুষের দুঃখে ব্যথিত হও
তার পাশে গিয়ে দাঁড়াও।
হিসেব নিকেশ করবে পরে
কাজ করে যাও মানুষের তরে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
এই ভেবে করো না মানবতাকে ম্লান
দেখ আল্লাহ্ সবাইকে সমান দিচ্ছেন
সব বান্দাহ্ তার সকল সুবিধা পাচ্ছেন।
বিশ্বাসী অবিশ্বাসী পাপি পূণ্যবান
সবাই আল্লাহর সকল নেয়ামত পান।
বিভেদের বেড়াজালে বন্দি থেকে
কলুষিত করছি কেন আমরা পৃথিবীকে
ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে সবাই
এসো মিলেমিশে মানবতার জয়গান গাই।
মানুষ তোমার বন্ধু – আপনজন
এই ভেবে পৃথিবীতে গড়ে তোলো সহাবস্থান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৩/২০২৩বেশ!!
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৩/২০২৩সর্বত্র জেগে উঠুক মানবতার গান!
-
আলমগীর সরকার লিটন ২৭/০৩/২০২৩বেশ মানবিক
-
ফয়জুল মহী ২৭/০৩/২০২৩অনবদ্য প্রকাশ