ফয়সালা
কতবার ছেড়ে দিতে চেয়েছি এ লড়াই
কতবার ভেবেছি না এবার তবে পালাই
হৃদয়ের কপাট বন্ধ করে দিয়ে আমি
ভেবেছি শতবার এবার না হয় থামি।
থেমে যেতে পারি না আমি কিছুতেই হায়
সংগ্রামী মন লড়াই ছেড়ে দিতে কি চায়
এ যে বিজয়ী হওয়ার প্রত্যয় থাকুক সংশয়
যুদ্ধ করেই না হয় হোক আমার পরাজয়।
যুদ্ধ করতে মন তৈরি থাকে সারাবেলা
আসুক না ঝড়,ভয়, আছে যত ছলাকলা
সংগ্রামী এই মন,সংগ্রামেই গড়বে জীবন
বিজয়ী হওয়ার প্রত্যয় বুকেতে সারাক্ষণ।
ছেড়ে দিতে চাইলেও ছেড়ে দেওয়া যায় না
হৃদয়ের কপাট কিছুতেই বন্ধ করা যায় না
অবশেষ হৃদয় দুয়ার খুলে লড়াই সারাবেলা
সংগ্রাম করেই হোক না তবে শেষ ফয়সালা।
কতবার ভেবেছি না এবার তবে পালাই
হৃদয়ের কপাট বন্ধ করে দিয়ে আমি
ভেবেছি শতবার এবার না হয় থামি।
থেমে যেতে পারি না আমি কিছুতেই হায়
সংগ্রামী মন লড়াই ছেড়ে দিতে কি চায়
এ যে বিজয়ী হওয়ার প্রত্যয় থাকুক সংশয়
যুদ্ধ করেই না হয় হোক আমার পরাজয়।
যুদ্ধ করতে মন তৈরি থাকে সারাবেলা
আসুক না ঝড়,ভয়, আছে যত ছলাকলা
সংগ্রামী এই মন,সংগ্রামেই গড়বে জীবন
বিজয়ী হওয়ার প্রত্যয় বুকেতে সারাক্ষণ।
ছেড়ে দিতে চাইলেও ছেড়ে দেওয়া যায় না
হৃদয়ের কপাট কিছুতেই বন্ধ করা যায় না
অবশেষ হৃদয় দুয়ার খুলে লড়াই সারাবেলা
সংগ্রাম করেই হোক না তবে শেষ ফয়সালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৭/২০২৩অপূর্ব
-
শ.ম. শহীদ ২২/০৩/২০২৩দারুণ। শুভ কামনা রইলো।
-
ফয়জুল মহী ২২/০৩/২০২৩ভালো লাগলো লেখাটি
-
আলমগীর সরকার লিটন ২২/০৩/২০২৩সুন্দর অন্তমিল