মনের শক্তি
জীবন আমার স্বপ্নময়
স্বপ্নের পথে বিচরণ সবসময়
যেখানে সবাই হাল ছেড়ে দেয়
সেখানেই আমি হাল ধরি নির্দ্বিধায়।
যাবতীয় সংশয়ে ভাঙ্গে যবে মন
তখন আমার বুকে প্রত্যয়ী আলোড়ন
আমি স্বপ্ন দেখি উড়ছে বিজয় কেতন
পরাজয়ে পরাজয়ে যদিও ক্লান্ত মন।
আমি স্বপ্ন দেখি শেষ পর্যন্ত লড়াই
বুকের পাজরে কতবার গুলি লেগেছে ভাই
তবুও দাঁড়িয়েছি আমি সয়েছি পুরোটাই
আমি ব্যথিত একজন তবু হার মানি নাই।
কুয়াশার চাদরে কতবার হারায়েছে জীবন
তবু আমি হাসিমুখে সংগ্রামী নিয়ে বেদন
দেখ আমার সবটুকু জুড়ে বিষাদের জয়গান
তবু আমি কাঁদিনি ধরেছি হাল অফুরান।
আমি ফুল ফোটাতে চাই না ফোটা বাগানে
আমি স্বপ্ন দেখি নতুন দিনের নব আহ্বানে
আমি স্বপ্নময় জীবন আমার স্বপ্নের গানে
হিসেব নিকেষ বুঝিনা শুধু স্বপ্ন মনের বাগানে।
স্বপ্নের পথে বিচরণ সবসময়
যেখানে সবাই হাল ছেড়ে দেয়
সেখানেই আমি হাল ধরি নির্দ্বিধায়।
যাবতীয় সংশয়ে ভাঙ্গে যবে মন
তখন আমার বুকে প্রত্যয়ী আলোড়ন
আমি স্বপ্ন দেখি উড়ছে বিজয় কেতন
পরাজয়ে পরাজয়ে যদিও ক্লান্ত মন।
আমি স্বপ্ন দেখি শেষ পর্যন্ত লড়াই
বুকের পাজরে কতবার গুলি লেগেছে ভাই
তবুও দাঁড়িয়েছি আমি সয়েছি পুরোটাই
আমি ব্যথিত একজন তবু হার মানি নাই।
কুয়াশার চাদরে কতবার হারায়েছে জীবন
তবু আমি হাসিমুখে সংগ্রামী নিয়ে বেদন
দেখ আমার সবটুকু জুড়ে বিষাদের জয়গান
তবু আমি কাঁদিনি ধরেছি হাল অফুরান।
আমি ফুল ফোটাতে চাই না ফোটা বাগানে
আমি স্বপ্ন দেখি নতুন দিনের নব আহ্বানে
আমি স্বপ্নময় জীবন আমার স্বপ্নের গানে
হিসেব নিকেষ বুঝিনা শুধু স্বপ্ন মনের বাগানে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৯/০৭/২০২৩বেশ ভালো লিখেছেন। মনের শক্তি জরুরী।
-
আব্দুর রহমান আনসারী ১৩/০৭/২০২৩বেশ ভালো লেখা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৫/২০২৩দুর্দান্ত লেখা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০২/২০২৩বেশ
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০২/২০২৩ভাল।
-
ফয়জুল মহী ২৪/০২/২০২৩অসাধারণ