মুসাফিরের গান-দুই
দিলে কত কত নেয়ামত মোদের
গুনেও শেষ করা যাবে না তাদের
এত নেয়ামত পেয়েও আমরা সবে
হই গুনাহ্গার রোজ প্রকাশ্যে নীরবে।
ইয়া আল্লাহ্ তুমি কতো দয়াময়
তবু মোদের ভুল ভাঙ্গে না হায়
সৃষ্টি করেছ বান্দারে কতো মায়ায়
তবু গোমরাহীতে ডুবে কাটে সময়।
ইয়া আল্লাহ্ তুমি সৃষ্টি করেছ সবায়
তবু কতোজন মানে না যে তোমায়
করে না স্বীকার কভু তোমার করুণার
তবু সবার তরে রহমত ঝরে তোমার।
ইয়া আল্লাহ্ তোমার দয়া কত কত
গুনাহ্গার মোদের ক্ষমা করো সতত
পাপী পূন্যবান সবেতে তোমার মায়া
বাঁচিয়ে রেখেছ মোদের করেছ দয়া।
ইয়া আল্লাহ্ তুমিই যে সর্বশক্তিমান
মজবুত করে দাও আমাদের ঈমান
তোমার গোলামী করতে যেন পারি
কভু ভুলেও যেন না করি বাড়াবাড়ি।
গুনেও শেষ করা যাবে না তাদের
এত নেয়ামত পেয়েও আমরা সবে
হই গুনাহ্গার রোজ প্রকাশ্যে নীরবে।
ইয়া আল্লাহ্ তুমি কতো দয়াময়
তবু মোদের ভুল ভাঙ্গে না হায়
সৃষ্টি করেছ বান্দারে কতো মায়ায়
তবু গোমরাহীতে ডুবে কাটে সময়।
ইয়া আল্লাহ্ তুমি সৃষ্টি করেছ সবায়
তবু কতোজন মানে না যে তোমায়
করে না স্বীকার কভু তোমার করুণার
তবু সবার তরে রহমত ঝরে তোমার।
ইয়া আল্লাহ্ তোমার দয়া কত কত
গুনাহ্গার মোদের ক্ষমা করো সতত
পাপী পূন্যবান সবেতে তোমার মায়া
বাঁচিয়ে রেখেছ মোদের করেছ দয়া।
ইয়া আল্লাহ্ তুমিই যে সর্বশক্তিমান
মজবুত করে দাও আমাদের ঈমান
তোমার গোলামী করতে যেন পারি
কভু ভুলেও যেন না করি বাড়াবাড়ি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৭/০২/২০২৩খুব চমৎকার অনুভূতির প্রকাশ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/০২/২০২৩অসাধারণ