সেই ছেলেটি দ্বিতীয় পর্ব
ছেলেটির বুকে ছিলো স্বপ্ন কত শত
ধীরে ধীরে বেমালুম বাড়ছে হৃদয় ক্ষত
দুচোখে অন্ধকার তার কাঁদছে অবিরত
শুধু দৌঁড় আর দৌঁড় সে ছুটছে সতত।
দুশ্চিন্তা গ্রাস করলো ছেলেটির ভুবন
কাঁদে যে তার মন শুধু কারণ অকারণ
এত নিঠুর ধরনী বোঝে নাই সে আগে
আজ চলাচলে তার শুধু ই ব্যথা লাগে।
পিতা মাতার ছায়ায় ছিলো রাজার মতন
আজ দিকে দিকে ঘুরে বুঝলো সে এখন
ভাত জোগাড়ের তরে কাজ খুঁজে পাওয়া
নিদারুণ কষ্টসাধ্য স্বপ্নগুলো হয়েছে হাওয়া।
ছেলেটি,আহরে!তার চোখে আজ জল
সকরুণ নয়নে দেখে বাস্তবতা অবিরল
কেউ দেয়না কাজ করে শুধু ঠাট্টা তামাশা
পুড়ে গেল পুড়ে গেল তার সবটুকু আশা।
নাই অভিজ্ঞতা জোটে না কোনো কাজ
সার্টিফিকেটগুলো অকেজো হলো আজ
ভেবে ভেবে ছেলেটি হয়ে গেলো হয়রান
তবুও দৌঁড় ছুটছে সে খোঁজে কর্মজীবন।
ধীরে ধীরে বেমালুম বাড়ছে হৃদয় ক্ষত
দুচোখে অন্ধকার তার কাঁদছে অবিরত
শুধু দৌঁড় আর দৌঁড় সে ছুটছে সতত।
দুশ্চিন্তা গ্রাস করলো ছেলেটির ভুবন
কাঁদে যে তার মন শুধু কারণ অকারণ
এত নিঠুর ধরনী বোঝে নাই সে আগে
আজ চলাচলে তার শুধু ই ব্যথা লাগে।
পিতা মাতার ছায়ায় ছিলো রাজার মতন
আজ দিকে দিকে ঘুরে বুঝলো সে এখন
ভাত জোগাড়ের তরে কাজ খুঁজে পাওয়া
নিদারুণ কষ্টসাধ্য স্বপ্নগুলো হয়েছে হাওয়া।
ছেলেটি,আহরে!তার চোখে আজ জল
সকরুণ নয়নে দেখে বাস্তবতা অবিরল
কেউ দেয়না কাজ করে শুধু ঠাট্টা তামাশা
পুড়ে গেল পুড়ে গেল তার সবটুকু আশা।
নাই অভিজ্ঞতা জোটে না কোনো কাজ
সার্টিফিকেটগুলো অকেজো হলো আজ
ভেবে ভেবে ছেলেটি হয়ে গেলো হয়রান
তবুও দৌঁড় ছুটছে সে খোঁজে কর্মজীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/০২/২০২৩সুন্দর লেখা!
-
ফয়জুল মহী ১৬/০২/২০২৩খুব চমৎকার অনুভূতির নান্দনিক প্রকাশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/০২/২০২৩চমৎকার
-
আলমগীর সরকার লিটন ১৬/০২/২০২৩চমৎকার