রোহিঙ্গা নবম পর্ব
শোক সাগরে ভাসিয়ে
রোহিঙ্গার লাশ নাফ নদীর জলে।
কেউ ফিরে তাকাবার নয়
বিশ্ব বিবেক হারায়েছে জলধির গহীন তলে।
ছিন্ন ভিন্ন লাশ দিকে দিকে
রক্তস্রোত আজ আরাকানের পথে পথে।
হায়রে অভাগা রোহিঙ্গা জাতি
শকুনের থাবায় চড়লো আজ মরণ রথে।
রোহিঙ্গা মুসলিম মরলো কত শত
মুসলিম বলেই কি অবহেলা নিশ্চুপ সবে।
মানুষের খুনে মানুষ নিশ্চুপ রবে
রে মুসলিম বিশ্ব তোমরা জেগে ওঠো তবে।
রোহিঙ্গার লাশ নাফ নদীর জলে।
কেউ ফিরে তাকাবার নয়
বিশ্ব বিবেক হারায়েছে জলধির গহীন তলে।
ছিন্ন ভিন্ন লাশ দিকে দিকে
রক্তস্রোত আজ আরাকানের পথে পথে।
হায়রে অভাগা রোহিঙ্গা জাতি
শকুনের থাবায় চড়লো আজ মরণ রথে।
রোহিঙ্গা মুসলিম মরলো কত শত
মুসলিম বলেই কি অবহেলা নিশ্চুপ সবে।
মানুষের খুনে মানুষ নিশ্চুপ রবে
রে মুসলিম বিশ্ব তোমরা জেগে ওঠো তবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১১/০২/২০২৩দুর্দান্ত মানবিক উচ্চারণ!
-
সালমান মাহফুজ ০৯/০২/২০২৩সুন্দর মানবিক নিবেদন
-
মোঃজাকিরুল চৌধুরী ০৯/০২/২০২৩অভিনন্দন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/০২/২০২৩দুর্দান্ত!!
-
আলমগীর সরকার লিটন ০৯/০২/২০২৩সুন্দর
-
ফয়জুল মহী ০৯/০২/২০২৩অসাধারণ