www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সেই ছেলেটি প্রথম পর্ব

স্কু‌লের চৌকাঠ পে‌রি‌য়ে ক‌লে‌জে
কত স্বপ্ন বু‌কে কত আশা নি‌য়ে
‌যে ছে‌লেটা বিশ্ববিদ্যালয় গেল পে‌রি‌য়ে
‌ডি‌গ্রির বোঝা নি‌য়ে ক‌র্মের খোঁ‌জে।


হায় হায় এ‌কি দে‌খে চা‌রি‌দি‌কে সে
‌কোথাও কাজ জো‌টেনা যে সহ‌জে
‌কেউ কা‌রো নয় এই ধরনীর প‌রে
‌ডিগ্রীর বোঝা মূল্যহীন ম‌নে হয় এ‌বে।


বো‌ঝে‌নি আ‌গে অবুঝ ছে‌লে‌টি যে
রাজ‌নৈ‌তিক প‌রি‌চি‌তিও যে লা‌গে
লা‌গে মামা খালু লা‌গে নেতা নেত্রী রে
টাকায় বিক্রি হয় সব‌কিছু এখা‌নে‌তে।


হায় লেখাপড়া সততার মধুময় বানী‌তে
বড় হ‌য়ে উ‌ঠে‌ছিল ছে‌লে‌টি যে আদ‌র্শে
‌সেই সততা সেই আদর্শ কোথাও নাই‌রে
‌দে‌শেতে‌ আজ অসৎ এর জয়ধ্ব‌নি যে।


সব‌কিছু আজ অন্যরকম ছে‌লে‌টির কা‌ছে
‌চো‌খে তার অন্ধকার কেউ নাই এখা‌নে‌তে
স্বপ্ন ছু‌টে যায় দৌঁড়ায় সে কর্মের খোঁ‌জে‌তে
প‌রিবার তা‌কি‌য়ে হ‌বে তা‌কে ভাত জোগা‌তে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৮৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সালমান মাহফুজ ১০/০২/২০২৩
    অস্থির এক সময় পাড়ি দিচ্ছি আমরা। সময়ের সুন্দর প্রতিফলন।
  • সময়ের সাবলিল উচ্চারণ!
  • ফয়জুল মহী ০৮/০২/২০২৩
    চমৎকার উপমার অনুপম সৃষ্টি!
 
Quantcast